ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দরপতনের প্রতিবাদে মতিঝিলে বিনিয়োগকারীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৪:১৮, ১৪ মার্চ ২০১৮

দরপতনের প্রতিবাদে মতিঝিলে বিনিয়োগকারীদের বিক্ষোভ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে চলমান দরপতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। মানববন্ধন কর্মসূচীতে বিনিয়োগকারীরা বলেন, বাজারের চলমান তারল্য সঙ্কট দূর করতে বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে যেনো অযাচিত হস্তক্ষেপ না করে সে বিষয়ে আহ্বান জানানো হয়। এছাড়া ২০১০ সালসহ তার আগে পুঁজিবাজারে কারসাজি ও লুটেরাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। একই দাবিতে সোমবার দুপুর দেড়টার দিকে ২০-২৫ জন বিনিয়োগকারী ডিএসইর সামনের রাস্তায় বিক্ষোভ করেন। এ বিষয়ে সংগঠনটির সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী বলেন, পুঁজিবাজারে পতন হওয়ার মতো কিছুই ঘটেনি। পাতানো খেলার মাধ্যমে বাজারে কৃত্রিম প্রভাব ফেলা হচ্ছে। এর পেছনে ২০১০ সালের রাঘব-বোয়ালরা জড়িত।
×