ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউএস বাংলা দুর্ঘটনায় পুতিন, সার্ক ইইউর শোক

প্রকাশিত: ০৪:১০, ১৪ মার্চ ২০১৮

ইউএস বাংলা দুর্ঘটনায় পুতিন, সার্ক ইইউর শোক

কূটনৈতিক রিপোর্টার ॥ নেপালে বেসরকারী বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এছাড়া সাউথ এশিয়ান এ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (সার্ক) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো পৃথক শোক বার্তায় তিনি বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত শোক বার্তায় পুতিন বলেন, কাঠমান্ডু বিমানবন্দরে বাংলাদেশী বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় আমি গভীর সমবেদনা জানাচ্ছি। এই দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবার ও তাদের স্বজনদের প্রতি আমার সহানুভূতি পৌঁছে দেয়ার অনুরোধ জানাচ্ছি। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি। এদিকে সাউথ এশিয়ান এ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (সার্ক) সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছে। বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পৃথক চিঠিতে সার্কের মহাসচিব আমজেদ হোসেইন সায়াল মর্মান্তিক এ দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জনের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি রইল আমাদের সমবেদনা। তিনি বিদেহী আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে সোমবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্ত হলে ২৬ বাংলাদেশীসহ অন্তত ৫০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নেপালী, একজন চীনা ও মালদ্বীপের নাগরিক রয়েছে।
×