ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেপাল যেতে প্রস্তুত বাংলাদেশ মেডিক্যাল টিম ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৭:৫৫, ১৩ মার্চ ২০১৮

নেপাল  যেতে প্রস্তুত বাংলাদেশ মেডিক্যাল টিম ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বাংলাদেশের বার্ন ইউনিটের একটি চিকিৎসক দলকে প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে স্বাস্থ্য অধিদফতর চিকিৎসকদের একটি তালিকা প্রস্তুত করেছে। নেপাল থেকে সাহায্য চাওয়ামাত্র চিকিৎসক দল কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেবে। সিলেটের রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজের নেপালের কয়েক শিক্ষার্থীসহ ৬৭ যাত্রী বহনকারী এই বিমান দুর্ঘটনায় মন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। স্বাস্থ্যমন্ত্রী নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মহান সৃষ্টিকর্তার উদ্দেশ্যে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, আহতদের চিকিৎসার জন্যে প্রয়োজনে বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নেপালে প্রেরণ করা হবে।
×