ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ

সেভিয়া বাধা টপকাতে পারবে ম্যানইউ?

প্রকাশিত: ০৫:৪৫, ১৩ মার্চ ২০১৮

সেভিয়া বাধা টপকাতে পারবে ম্যানইউ?

স্পোর্টস রিপোর্টার ॥ গত মাসে সেভিয়ার মাঠে স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গিয়ার দুর্দান্ত নৈপুণ্যে ইজ্জত রক্ষা হয় ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেডের। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে তিনি স্প্যানিশ ক্লাব সেভিয়ার বিরুদ্ধে বীরোচিত পারফর্মেন্স প্রদর্শন করেন। আর তাতেই সেভিয়ার মাঠে গোলশূন্য ড্র করে আসতে পারে অতিথি ম্যানইউ। এবার দু’দল ফিরতি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে। আজ রাতে ম্যানইউর মাঠ ওল্ডট্র্যাফোর্ডে হবে ম্যাচটি। এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে শেষ আটের টিকেট পাবে কোন দল। সেভিয়া বাধা টপকে জোশে মরিনহোর দল কোয়ার্টার ফাইনালের টিকেট পায় কিনা সেদিকে দৃষ্টি ফুটবলবিশ্বের। শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইতালিয়ান ক্লাব এএস রোমা ও ইউক্রেনের শাখতার ডোনেস্ক। প্রথম লেগ ২-১ গোলে হারা রোমার জন্য ফিরতি লেগের ম্যাচটি বাঁচামরার। প্রথম লেগে সেভিয়ার মাঠে স্বাগতিক দলের মিডফিল্ডার স্টেভেন এনজনজি ও স্ট্রাইকার লুইস মুরিয়েলের প্রথমার্ধের দুটি নিশ্চিত গোল রুখে দিয়েছিলেন ম্যানইউ গোলরক্ষক ডি গিয়া। শুধু তাই নয়, পুরো ম্যাচে তিনি প্রতিপক্ষের আটটি নিশ্চিত গোলের সুযোগ রুখে দেন। তাতেই ইজ্জত রক্ষা হয় জোশে মরিনহোর দলের। এ্যালেক্সিস সানচেজ, রোমেলু লুকাকু ও জুয়ান মাতাকে নিয়ে গঠিত ইউনাইটেডের শক্তিশালী আক্রমণভাগকে অকেজো করে রাখে সেভিয়া। এস্টাডিও রামোন সানচেজ পিজজুয়ানে সেভিয়ার রেকর্ড যে কোন প্রতিপক্ষের জন্যই ভয় জাগানোর মতো। ২০১৬ সালের নবেম্বরের পর এই মাঠে মাত্র একবারই হেরেছে কোচ ভিনসেজ্জে মনটেলার দল। কিন্তু দুর্ভাগ্য দলটির, একতরফা খেলেও জয় পায়নি। এবার ফিরতি লেগে ম্যানইউর মাঠে অগ্নিপরীক্ষা সেভিয়ার। ম্যানইউ কোচ মরিনহো সঙ্গত কারণেই স্প্যানিশ ক্লাবটিকে সমীহ করছেন। পিছিয়ে পড়েও প্রথম লেগে জয় পায় শাখতার ডোনেস্ক। অথচ ওই ম্যাচের ৪১ মিনিটে তুরস্কের উইঙ্গার চেনজিগ আন্ডারের গোলে রোমা এগিয়ে যায়। এ্যান্টোনিও কাসানোর পর ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ (২০ বছর ২২২ দিন) খেলোয়াড় হিসেবে গোল করেন চেনজিগ। চ্যাম্পিয়ন্স লীগে তার প্রথম এ গোলটি আবার তুরস্কের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও। পরের অবশ্য দুই গোল খেয়ে হারতে হয় তাদের। রোমে এবার সেই ধারাবাহিকতা ধরে রাখার মিশন শাখতারের।
×