ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় আগুনে কার্টন ফ্যাক্টরি ভস্মীভূত

প্রকাশিত: ০৮:০০, ১২ মার্চ ২০১৮

আশুলিয়ায় আগুনে কার্টন ফ্যাক্টরি ভস্মীভূত

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১১ মার্চ ॥ টানা ২দিন অগ্নিকান্ডের ঘটনার পর তৃতীয় দিন রবিবারও আশুলিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে যায় কার্টন তৈরির একটি কারখানা। এদিন রাতে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ায় ‘টোকিও প্যাকেজিং এ্যান্ড এক্সেসরিজ লিমিটেড’ নামক কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, এদিন রাতে ওই কারখানার ভেতরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, আগুন ওই কারখানার পাশে একটি শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়লে ১৪টির মতো টিনশেড কক্ষ পুড়ে যায়। খবর পেয়ে আশুলিয়া শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ জানা যায়নি। সম্প্রতি অগ্নিকান্ডে আশুলিয়ার জিরাবো ও টংগাবাড়ি এলাকায় ৪টি কারখানা, একটি বাড়ির ১৫টি কক্ষ ও একটি ঝুটের গোডাউন পুড়ে যায়।
×