ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গার্মেন্টস কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ইনক্লুসিভ বিজনেস মডেল

প্রকাশিত: ০৪:১৩, ১২ মার্চ ২০১৮

গার্মেন্টস কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ইনক্লুসিভ বিজনেস মডেল

স্টাফ রিপোর্টার ॥ অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক কর্মকান্ডের মাধ্যমে দেশের গার্মেন্টস কর্মীদের স্বাস্থ্যের উন্নতি ও সার্বিক কল্যাণের জন্য একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। রবিবার গুলশানের হোটেল লেকশোরে ‘ওয়ার্কিং উইথ উইম্যান’ শীর্ষক এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করা হয়। নেদারল্যান্ড সরকারের অর্থায়নে এসএনভি নেদারল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এ প্রকল্প বাস্তবায়ন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি মার্গারেটা কুলনোরার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ জাকির হোসেন, কারখানা পরিদর্শন অধিদফতরে ইন্সপেক্টর জেনারেল শামসুজ্জামান ভুইয়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ড. মোহাম্মদ শরীফ, এসএনভি কান্ট্রি ডিরেক্টর জেসন বেলিঞ্জার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, এ প্রকল্পের মাধ্যমে পোশাক খাতের শ্রমিকরা বিশেষ করে নারী শ্রমিকরা প্রজনন স্বাস্থ্য সেবা পাবেন। প্রকল্পের আওতায় গাজীপুর, টঙ্গী, সাভার এবং নারায়ণগঞ্জের ২০০ পোশাক কারখানার শ্রমিকের প্রজনন স্বাস্থ্য সেবাসহ (এসআরএইচআর) সার্বিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে ১০টি কারখানার মালিক-শ্রমিক উভয়ের জন্য উপযোগী তিনটি বিজনেস মডেল ব্যবহার করা হবে। এর মধ্যে লিঙ্গভিত্তিক সহিংসতা, স্বাস্থ্য বীমা এবং মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা-এই তিনটি বিষয়ে দেয়া হবে বিশেষ গুরুত্ব।
×