ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে শ্রমিক ও দোকান কর্মচারী

প্রকাশিত: ০৫:০৩, ১১ মার্চ ২০১৮

শ্রীপুরে  শ্রমিক ও  দোকান কর্মচারী

স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শ্রীপুরে পৃথক ঘটনায় এক গার্মেন্টস শ্রমিক ও দোকান কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি ও মাওনা চৌরাস্তা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত তানিয়া আক্তার (১৭), কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হুগলাকান্দি গ্রামের রুহুল আমীনের স্ত্রী ও সুমন ওরফে ডাপলু (২০), সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিনাজোড়া গ্রামের সুরেস সাহার ছেলে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামিল রাশেদ জানান, গত ৩ মাস আগে রুহুল আমিনের সঙ্গে তানিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী টেপিরবাড়ি গ্রামের আবুল কাশেমের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় বেহালা টেক্সটাইল কারখানায় শ্রমিক হিসেবে চাকরি করত। শনিবার সকাল ৭টায় স্বামী রুহুল ব্যক্তিগত কাজে বের হয়ে যায়। দু’ঘণ্টা বাসায় ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। এ সময় স্ত্রীকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে তানিয়ার ঝুলন্ত লাশ দেখতে পায়। পুলিশ লাশ উদ্ধার করে। অপরদিকে, শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর রশিদ জানান, নিহত সুমন মাওনা বাজার রোডের ফারুক মার্কেটের (ওয়ান টু ৯৯) নামের এক দোকানের কর্মচারী। শুক্রবার রাতে দোকান বন্ধ করে অন্যান্য কর্মচারীদের সঙ্গে সে মার্কেটের ৩য় তলায় নির্দিষ্ট কক্ষে ঘুমাতে যায়। সকালে দোকানের গোডাউনে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয় ।
×