ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় দুই কেজি স্বর্ণসহ আটক এক

প্রকাশিত: ০৭:১০, ১০ মার্চ ২০১৮

সাতক্ষীরায় দুই  কেজি স্বর্ণসহ  আটক এক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভারতে পাচারকালে সাতক্ষীরায় দুই কেজি ওজনের স্বর্ণের বারসহ এক চোরাচালানিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার রাত আটটার দিকে বাদামতলা নামক স্থান থেকে তাকে আটক করা হয়। একটি ইঞ্জিন ভ্যানে যাত্রী হিসেবে প্যাকেটে রেখে ওই স্বর্ণ পাচার করা হচ্ছিল। আটক চোরকারবারী সাতক্ষীরা সদরের ভাড়ুখালি গ্রামের গোলাম সরোয়ারের ছেলে আজিজ হাসান। আটক স্বর্ণের মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা । বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার শফিয়ার রহমান জানান, সাতক্ষীরা ভোমরা সড়কে মাহমুদপুর বাদামতলায় ইঞ্জিন ভ্যানকে চ্যালেঞ্জ করে। এ সময় ভ্যান চালক পালিয়ে যায়। ভ্যানে থাকা যাত্রীকে চ্যালেঞ্জ করলে তার কাছে থাকা প্যাকেটে ওই সোনার বার পাওয়া যায়’।
×