ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নান্দনিক সাজে সাজছে চট্টগ্রাম বিমানবন্দর সড়ক

প্রকাশিত: ০৭:০২, ১০ মার্চ ২০১৮

নান্দনিক সাজে সাজছে  চট্টগ্রাম বিমানবন্দর  সড়ক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দৃষ্টিনন্দন সাজে সাজানো হচ্ছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক। চলছে ভিআইপি সড়কটির সৌন্দর্যবর্ধনের কাজ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নিজস্ব তহবিল থেকে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে সড়কটির ৩টি ব্রিজকে দেয়া হচ্ছে নান্দনিক রূপে সাজানো হচ্ছে। অত্যাধুনিক ডিজাইনে স্টীল স্ট্রাকচারের ওপর এলইডি লাইটিং সিস্টেমে উদ্ভাসিত হবে এই সড়ক। আকাশপথে নগরীর প্রবেশদ্বার বিমান বন্দর সড়ককে বিশেষ গুরুত্বের সঙ্গে নিয়ে এই কাজটি করতে যাচ্ছে চসিক। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বৃহস্পতিবার রাতে এই ভিআইপি সড়কের সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন করেন। তিনি বলেন, বিশ্বমানের পরিকল্পিত পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন এবং নান্দনিকতাকে প্রাধান্য দিয়ে নগরীকে সাজানোর পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচীর আওতায় এয়ারপোর্ট রোডের ৭, ৯ এবং ১৫ নম্বর জেটি নতুন ব্রিজের সৌন্দর্যবর্ধন, ১৫ নম্বর ব্রিজ থেকে মিড আইল্যান্ড এবং গোলচত্বর সৌন্দর্যবর্ধন, ড্রাইডকের দেয়ালঘেঁষে সৌন্দর্যবর্ধন ও আলোকায়নসহ নানামুখী নান্দনিকতায় সাজানোর উদ্যোগ কার্যকর হচ্ছে। রাতে তিনি সড়কের রুবি সিমেন্টসংলগ্ন ৭ নম্বর জেটি এলাকায় চলমান সৌন্দর্যবর্ধন কার্যক্রম সরেজমিনে দেখতে যান। স্থপতি সোহেল মোহাম্মদ শাকুরের ড্রইং ডিজাইনে স্টীল স্ট্রাকচারের ওপর এলইডি লাইটিং সিস্টেমে প্রকল্পের কাজ সম্পন্ন করার কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান জয়েন্ট বিল্ডার্স। এছাড়াও জিপিএইচ গ্রুপের উদ্যোগে আইল্যান্ডের সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। মেয়র বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। সামুদ্রিক বন্দরসহ গুরুত্বপূর্ণ বহু স্থাপনার কারণে এ নগরী সকল শ্রেণী ও পেশার মানুষের নিকট অতীব গুরুত্বপূর্ণ। তিনি তার মেয়াদের মধ্যেই চট্টগ্রামকে একটি বিশ্বমানের আধুনিক নগরীতে উন্নীত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, বড়তাকিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোরশেদ এলিট, চসিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু ছালেহ, নির্বাহী প্রকৌশলী অসীম বড়ুয়া, নির্বাহী প্রকৌশলী(যান্ত্রিক) সুদীপ বসাক, জনসংযোগ কর্মকর্তা মোঃ আবদুর রহিম, সহকারী প্রকৌশলী আসিফুল ইসলাম প্রমুখ।
×