ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেতুমন্ত্রীর স্বাক্ষর জাল করা ডিও লেটারের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ

প্রকাশিত: ০৪:৫৭, ৯ মার্চ ২০১৮

সেতুমন্ত্রীর স্বাক্ষর  জাল করা ডিও লেটারের বিষয়ে  সতর্ক থাকার  পরামর্শ

স্টাফ রিপোর্টার ॥ চাকরিতে নিয়োগ, বদলি, পদোন্নতি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আধা সরকারী পত্র (ডিও লেটার) দেন না। যদি কেউ এই ধরনের ডিও লেটার দিয়ে থাকেন, তাহলে তা হবে প্রতারক চক্র কর্তৃক ভুয়া ডিও লেটার। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আবু নাছের এ তথ্য জানান। তিনি বলেন, ‘একটি প্রতারক চক্র সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর স্বাক্ষর জাল করে বিভিন্ন স্থানে আধা সরকারী পত্র পাঠাচ্ছে বলে অভিযোগ এসেছে। প্রকৃতপক্ষে, চাকরির নিয়োগ, বদলি, পদোন্নতি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত বিষয়ে মন্ত্রী কোনরুপ ডিও লেটার দেন না। কেউ যদি এমন কোন ডিও লেটার দেন তা হবে ভুয়া ডিও লেটার।’ তিনি বলেন, ‘এসব বিষয়ে কেউ কোন ডিও লেটার পেলে তা যেন মন্ত্রীর দফতরে জানানো হয়। প্রয়োজনে টেলিফোনে যোগাযোগ করে (টেলিফোন নম্বর-০২-৯৫১৫৫৩৩) নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। বিশেষ করে মন্ত্রীর স্বাক্ষর জাল করে এই ধরনের ডিও লেটার দিয়ে যাতে কেউ প্রতারণা করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।’ জানা গেছে, সেতুমন্ত্রীর স্বাক্ষর জাল করে ডিও লেটার দিয়ে একটি অসাধু প্রতারক চক্র প্রতারণায় নেমেছে। মন্ত্রীর ভুয়া ডিও লেটারের অভিযোগ পেয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করা হয়েছে।
×