ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এএসআই গ্রেফতার না’গঞ্জে ৪৯ হাজার পিস ইয়াবাসহ ৪ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার

প্রকাশিত: ০৪:৫২, ৯ মার্চ ২০১৮

এএসআই গ্রেফতার না’গঞ্জে ৪৯ হাজার  পিস ইয়াবাসহ  ৪ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বন্দরে ৪৯ হাজার পিস ইয়াবাসহ ৪ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহরাওয়ার্দী আলম রুবেলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও বন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় তার ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ টাকা উদ্ধার করা হয়। বন্দর থানার ওসি একেএম শাহিন ম-ল জানান, এ বিষয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছে। পুলিশ সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সোহরাওয়ার্দী আলম রুবেল এর আগে বন্দর থানায় কর্মরত ছিলেন। বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় দুবাই প্রবাসী কামরুল ইসলামের একটি ফ্ল্যাটে তিনি বসবাস করেন। মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে তার বাসায় তল্লাশি চালিয়ে ৪৪ হাজার পিস ইয়াবা ও নগদ ৪ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে সদর মডেল থানার একটি ব্যাগ থেকে আরও ৫ হাজার ইয়াবাসহ সোহরাওয়ার্দী আলমকে গ্রেফতার করে পুলিশ। নিজ বাসায় মাদক রাখার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। এই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শাহিন ম-ল জানান, বন্দর রূপালী আবাসিক এলাকায় নারায়ণগঞ্জ মডেল থানার কর্মরত এএসআই সোহরাওয়ার্দী রুবেলের ভাড়া বাসায় বৃহস্পতিবার ভোরে জেলা গোয়েন্দা শাখা ডিবি ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এসময় তার বাসায় তল্লাশি করে ৪৪ হাজার পিস ইয়াবা ও নগদ ৪ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ৫০ হাজার ইয়াবা ও নগদ প্রায় ৫ লাখ টাকাসহ এএসআই সোহরাওয়ার্দী আলমকে গ্রেফতার করা হয়েছে। মাদক রাখার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জেলা ডিবি পুলিশের ওসি মাহবুবুর রহমান জানান, এএসআই আলম সোহরাওয়ার্দী রুবেলের কাছ থেকে সব মিলেই ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিষয়টি সদর থানায় ফোন দিলে বিস্তারিত জানতে পারবেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, বিষয়টি বন্দর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তিনি আরও বলেন, অভিযুক্ত এএসআই ডিবি পুলিশের কাছে আছে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে মামলা দায়ের করা হচ্ছে। সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
×