ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

স্বর্ণ আমদানিতে ব্যাংকগুলোর মতামত চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত: ০৪:৩০, ৯ মার্চ ২০১৮

 স্বর্ণ আমদানিতে ব্যাংকগুলোর  মতামত চায় কেন্দ্রীয় ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্বর্ণ আমদানির বিষয়ে ব্যাংকগুলোর মতামত চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চিঠিতে বন্ডেড ওয়্যার হাউসের আওতায় স্বর্ণ আমদানি করে জুয়েলারি ব্যবসায়ীদের কাছে বিক্রির বিষয়ে সব ব্যাংকের মতামত চাওয়া হয়েছে। গত সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। আমদানির ক্ষেত্রে ব্যাংকের পদ্ধতি এবং তা লাভজনক হবে কি না সে বিষয়েও চিঠিতে জানাতে বলা হয়েছে। প্রতিবেশী ভারতের নীতিমালা পর্যালোচনা করে শীঘ্রই কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগে ব্যাংকগুলোকে নিজেদের মতামত পাঠাতে বলা হয়েছে। প্রসঙ্গত, সব ব্যাংকের মতামত নিয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। জানা গেছে, স্বর্ণ আমদানির নীতিমালা করতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসুর সভাপতিত্বে সাম্প্রতিক সময়ে কয়েকটি সভা হয়েছে। এসব সভায় স্বর্ণ আমদানিতে জুয়েলারি মালিকদের অনুমোদন অথবা বাংলাদেশ ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে স্বর্ণ আমদানি করে তাদের কাছে বিক্রির ব্যবস্থা করার প্রস্তাব করা হয়। তবে স্বর্ণ আমদানিতে ব্যাংককে যুক্ত করার বিপক্ষে মত দিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক।
×