ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে সাবেক কর্মকর্তার ওপর হামলা ॥ আটক এক

প্রকাশিত: ০৬:২৬, ৮ মার্চ ২০১৮

পঞ্চগড়ে সাবেক কর্মকর্তার ওপর হামলা ॥ আটক এক

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ প্রধানমন্ত্রী দফতরের এটুআই প্রকল্পের সাবেক জনপ্রেক্ষিত কর্মকর্তা নাঈমুজ্জামান মুক্তার ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও যে ক্লাবটিতে তিনি চা খেতে ঢুকেছিলেন সেটি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। ঘটনাটি মঙ্গলবার রাতে তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী শালবাহান বাজারে ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার সন্ধার পর নাঈমুজ্জামান মুক্তা তেঁতুলিয়া উপজেলার শালবাহান হাটের বঙ্গবন্ধু ভক্ত এক গরিব ব্যক্তির বাড়িতে যাওয়ার সময় শালবাহানস্থ একটি ক্লাবের সদস্যরা তাকে চা খেতে গাড়ি থেকে নামার অনুরোধ করেন। তাদের অনুরোধে তিনি গাড়ি থেকে নেমে ক্লাব ঘরে ঢুকলে সেকেন্দার আলী (৪২) নামের এক আওয়ামী লীগ কর্মীর নেতৃত্বে ১০/১২ ধারালো অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশে অতর্কিতে তার ওপর হামলা চালায়। এ সময় তিনি কোন রকম প্রাণ বাঁচিয়ে দ্রুত অন্যত্র সরে যান।
×