ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় খাস জমি দখল করে মার্কেট

প্রকাশিত: ০৬:২২, ৮ মার্চ ২০১৮

কলাপাড়ায় খাস জমি দখল  করে মার্কেট

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৭ মার্চ ॥ লঞ্চঘাট এলাকায় সরকারী খাস জমি দখল করে আইডব্লিউটিএর কর্মচারীরা একটি মার্কেট করেছে। যেখান থেকে জামানত বাবদ অন্তত দশ লাখ টাকা হাতিয়ে নেয়। এছাড়া ভাড়া বাবদ বছরে অন্তত আরও দুই লাখ টাকা করে হাতিয়ে নিচ্ছে। সরকারের কর্মচারী হয়ে সরকারী খাস জমি দখল করে এভাবে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনাটি বন্ধে এবং সরকারী খাস জমি ভূমি প্রশাসনের নিয়ন্ত্রণে নেয়ার জন্য ব্যবসায়ীরা দাবি তুলেছেন। অন্তত এক যুগ ধরে চাঁদাবাজদের মতো এসব করলেও ভূমি প্রশাসন রয়েছে নীরব। সরকার হারাচ্ছে রাজস্ব। জানা গেছে, এক সময় লঞ্চঘাট খ্যাত এই এলাকায় এখনও সরকারী খাস জমিতে আইডব্লিউটিএর একটি বহুতল ভবন রয়েছে। ভবনের পূর্ব এবং দক্ষিণমুখো করে ছিল কয়েকটি বেঞ্চি এবং অন্তত সারিবদ্ধ কুড়িটি ফলদ নারিকেল গাছ। এক যুগের বেশি আগে আইডব্লিউটিএর বরিশাল এবং স্থানীয় কর্মচারীরা নারিকেল গাছগুলো কেটে ফেলে। ভেঙ্গে দেয় লঞ্চে যাওয়ার জন্য অপেক্ষমান যাত্রীদের বসার বেঞ্চি। সেখানে নিজেরা প্রত্যেক দোকানির কাছ থেকে জামানত বাবদ ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা নিয়ে সরকারী এই খাস জমিতে ১৫টি দোকান তৈরি করে। যেখান থেকে মাস শেষে ভাড়া আদায় করছে। সরকারী সম্পত্তি দখল করে সেখানে সরকারী কর্মচারী হয়ে লাখ লাখ টাকার বাণিজ্য গড়ে তোলা হয়। জানা গেছে, সরকারী কোন অনুমতি ছাড়াই খাস জমিতে মার্কেট তুলে ভাড়া টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। দোকানিরা জানান, জাকির হোসেন নামের এক কর্মচারী ভাড়া আদায়ের কাজ করছেন। অথচ আইডব্লিউটিএ কিংবা উপজেলা ভূমি প্রশাসন এনিয়ে কোন ব্যবস্থা নেয়নি।
×