ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনের পতন

প্রকাশিত: ০৬:১১, ৮ মার্চ ২০১৮

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনেও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৪০৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ২১ কোটি ১৭ লাখ টাকা কম। ডিএসইতে লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ৯০ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৭৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৫ কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৫ পয়েন্ট কমে ৫ হাজার ৮২২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৭৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৪৩ পয়েন্টে। ডিএসই বুধবার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ২ টাকা বা ৯ দশমিক ৫৭ শতাংশ। তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ২২৭ বারে ১৬ লাখ ২৪ হাজার ২৭২ শেয়ার লেনদেন করে। যার বাজারমূল্য ৩ কোটি ৬৬ লাখ টাকা। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ১৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক বারে ৫টি শেয়ার লেনদেন করে। তালিকার তৃতীয় স্থানে থাকা রেকিট বেনকিজার লিমিটেডের ১০৩ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ২৩ শতাংশ দর বেড়েছে। অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনটিতে দরপতনের শীর্ষে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ। তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ১৭১ বারে কোম্পানির এক লাখ ১৮ হাজার ৯৮৮ শেয়ার লেনদেন করেছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা দুলামিয়া কটন স্পিনিং মিলসের ২ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ৪৯ শতাংশ দর কমেছে। শেয়ারটি সর্বশেষ ৪৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১৬৭ বারে ২২ হাজার ৫৫০টি শেয়ার লেনদেন করে। তৃতীয় স্থানে থাকা নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের ১ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ৭ শতাংশ দর কমেছে কোম্পানিটি সর্বশেষ ৩১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৪৪ বারে ৪২ হাজার ৩৪৭ শেয়ার লেনদেন করেছে। এই তালিকার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ইন্স্যুরেন্স, সাভার রিফ্যাক্ট্ররিজ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার, এ্যাপেক্স স্পিনিং, রেনউইক যজ্ঞেশ্বর ও বিডি ল্যাম্পস লিমিটেড। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এইচ আর টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, ড্রাগন সোয়েটার এ্যান্ড স্পিনিং, ফার কেমিক্যাল, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ফু-ওয়াং ফুড ও সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৩ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৯৯২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৫ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর।
×