ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিস্তলরয়ের রেকর্ডে ভাগ রোনাল্ডোর

প্রকাশিত: ০৫:৩৭, ৮ মার্চ ২০১৮

 নিস্তলরয়ের রেকর্ডে ভাগ রোনাল্ডোর

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে রেকর্ড ডালভাত। হরহামেশাই অনন্য সব রেকর্ড গড়েন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। এবার আরও একটি অনন্য রেকর্ড গড়েছেন। গত ১৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে এক ক্লাবের হয়ে (রিয়াল মাদ্রিদ) গোলের সেঞ্চুরি করেন বর্তমান ফিফা সেরা ফুটবলার। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ফরাসী ক্লাব পিএসজির বিরুদ্ধে গোল করে আরও একটি অনন্য রেকর্ড গড়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। অর্থাৎ ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লীগে টানা ৯ ম্যাচে গোল করেছেন রোনাল্ডো। ম্যাচের ৫১ মিনিটে দলকে এগিয়ে দেন সি আর সেভেন। সঙ্গে সঙ্গেই রেকর্ড বুকে উঠে যায় তার নাম। টানা নয় ম্যাচেই গোল পাওয়ার অনন্য কীর্তি গড়েন চ্যাম্পিয়ন্স লীগের হিরো। এই কীর্তি প্রথম গড়েছিলেন রোনাল্ডোরই সাবেক এক সতীর্থ। ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ ফরোয়ার্ড রুড ভ্যান নিস্তলয়ও টানা নয় ম্যাচে গোলের রেকর্ড করেছিলেন। রেকর্ডটি ছোঁয়ার পথে এই নয় ম্যাচে মোট ১৪টি গোল করেন রোনাল্ডো। আর নিস্তলরয় করেছিলেন ১২ গোল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই নিস্তলরয়কে টপকে যাওয়ার সুযোগ থাকছে পর্তুগাল অধিনায়কের। পিএসজি মহারণ জেতার পর এখন কোয়ার্টার ফাইনাল নিয়ে ভাবনা রিয়ালের। আগামী ১৬ মার্চ ড্রতেই জানা যাবে কোন্ দল হবে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ। তবে নিজের পছন্দের দলের কথা অকপটে জানিয়ে দিয়েছেন তুখোড় ছন্দে থাকা রোনাল্ডো। ফিফা সেরা তারকা জানিয়েছেন, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনাকেই শেষ আটে প্রতিপক্ষ হিসেবে চান তিনি। স্প্যানিশ এক পত্রিকা জানিয়েছে, রোনাল্ডো অধিনায়ক সার্জিও রামোসকে সরাসরি বলেছেন, আমি কোয়ার্টার ফাইনালে বাার্সিলোনাকে চাই। পর্তুগীজ তারকার মতে, এটাই উপযুক্ত সময় আরেকটি ‘এল ক্লাসিকো’ খেলার। এদিকে পায়ের চোটের কারণে প্রায় তিনমাসের জন্য ছিটকে যাওয়ায় ফিরতি লেগের লড়াই দেখা ছাড়া কিছুই করার ছিল না পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের। তবে এই লড়াইয়ে সতীর্থদের প্রচেষ্টা মন কেড়েছে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারের। ম্যাচ শেষে টুইটারে এক পোস্টে নেইমার লিখেছেন, হারের জন্য আমি ব্যথিত। আমার সতীর্থদের সহযোগিতা করতে মাঠে থাকতে না পারায় আমি আরও বেশি ব্যথিত। তবে সবার প্রচেষ্টা দেখতে পারাটা আমাকে গর্বিত করছে। অভিনন্দন আমার বন্ধুদের। এদিকে পিএসজির বিরুদ্ধে গোলের পর রোনাল্ডো যখন সতীর্থ দানি কারভাহালকে আলিঙ্গন করে সমর্থকদের দিকে ঘুরে দাঁড়িয়েছিলেন, ঠিক তখন গ্যালারি স্ট্যান্ড থেকে একটি বোতল ছুটে আসে। একটুর জন্য যেটি তা রোনাল্ডোর গায়ে লাগেনি। গায়ে বোতলটা লাগলে সেটা নতুন এক বিতর্কের জন্ম দিত। কেননা পিএসজি সমর্থকদের আতশবাজি আর ধোঁয়া ছড়ানোর কারণে দুইবার ম্যাচটি বন্ধ করতে হয়েছিল।
×