ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চিংড়ির রেণু ও জাটকা জব্দ

প্রকাশিত: ০৬:৩৯, ৭ মার্চ ২০১৮

চিংড়ির রেণু ও জাটকা জব্দ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে কোস্টগার্ড ও নৌ পুলিশের পৃথক অভিযানে গলদা চিংড়ির রেণু ও জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে দুটি ট্রাক ও ৫০ হাজার মিটার কারেন্ট জালসহ ৪ ব্যক্তিকে। মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। বাংলাদেশ কোস্টগার্ড মাওয়া শাখার কন্টিজেন কমান্ডার জুলহাস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিমুলিয়া ফেরিঘাটে অভিযান চালিয়ে দুটি ট্রাকসহ ১৩ লাখ ৬০ হাজার পিস গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৭ লাখ ২০ হাজার টাকা। এসব রেণু ১৩৬টি ড্রাম ও পাতিলে করে পাচার করা হচ্ছিল। ক্রীড়া প্রতিযোগিতা নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৬ মার্চ ॥ ধলিয়া বহুলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার দিনব্যাপী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গবর্নিং বডির সভাপতি আলহাজ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মরিয়ম ফাউন্ডেশন এর চেয়ারম্যান শিল্পপতি আলম আহম্মেদ। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন তাজ উদ্দিন আহম্মেদের কন্যা, মাহজাবিন আহম্মেদ মিমি, নীলা আহম্মেদ, সাবিলা নাসরিন, অধ্যক্ষ এস এম ওয়াসেক আল আমিন শিপন প্রমুখ।
×