ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সকালে ক্যাম্পাসে গিয়ে হামলার ছক কষে ফয়জুর

প্রকাশিত: ০৫:৫৮, ৭ মার্চ ২০১৮

সকালে ক্যাম্পাসে গিয়ে হামলার ছক কষে ফয়জুর

সালাম মশরুর/হোসেইন ইমরান ॥ হামলাকারী ফয়জুর অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর নজর রাখছিল নিয়মিত। তাকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে শনিবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যায় সে। সকালে ক্যাম্পাসে গিয়ে হামলার ছক কষে সে। এরপর ওইদিন বিকেলে আবার ক্যাম্পাসে গিয়ে হামলা চালায় ফয়জুর। জাফর ইকবালের ওপর হামলার ঘটনার তদন্তে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ফয়জুর সকালে ক্যাম্পাসে গিয়ে দেখতে পায় একটি অনুষ্ঠান চলছে। সেখানে জাফর ইকবালকে ঘিরে অনেক শিক্ষার্থীরা রয়েছে। শিক্ষার্থীদের সকলের পরনে কালো টি-শার্ট। এরপর সে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়ার বাসায় গিয়ে কালো টি-শার্ট পরে ও ছুরি নিয়ে আবার ক্যাম্পাসে যায়। বিকেলে মুক্তমঞ্চে ই ই ই বিভাগের ফেস্টিভ্যাল চলাকালে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালায় ফয়জুর। সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া জানিয়েছেন, শনিবার বিকেলে হামলার আগে ওইদিন সকালে ফয়জুর আরেকবার ক্যাম্পাসে যায় বলে তারা তদন্তে জানতে পেরেছেন। তবে এই হামলায় ফয়জুর একাই অংশ নেয়, না আর কেউ ছিল তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। জানা যায়নি ফয়জুর কোন জঙ্গী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কী না। পুলিশের ধারণা জঙ্গীবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়েই এ হামলা চালিয়েছে ফয়জুর। এমনটি ধারণা র‌্যাবেরও। পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেন, ফয়জুর অনেকদিন থেকে জঙ্গীবাদী চেতনায় বিশ্বাসী ছিল বলে এখন পর্যন্ত মনে হচ্ছে। সে এখনও অসুস্থ। হাসপাতালে আছে। সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যাবে। এ ঘটনায় আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে তার নাম পরিচয় জানা যায়নি। এছাড়া রবিবার রাতে নগরীর জালালাবাদ থানায় আত্মসমর্পণ করেন ফয়জুরের বাবা মাওলানা আতিকুর রহমান ও মা মিনারা বেগম। তারা গোয়েন্দা পুলিশের কাছে রয়েছেন বলে জানা গেছে। এ ক্ষেত্রে হামলাকারী ফয়জুর শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত কারও সহযোগিতা নিয়েছে কিনা বা কারও সঙ্গে সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়টিও আলোচনায় আসছে। ঘটনার সময় যেখানে অন্যান্য ছাত্রদের পরনে কালো গেঞ্জি ছিল ঠিক তখনই ফয়জুরও তাদের সঙ্গে মিশে যাবার কৌশল হিসেবে কালো গেঞ্জি পরে আসে। একা তার পক্ষে কি এত সুক্ষ্ম চিন্তা করা সম্ভব? এর আগে একাধিকবার জঙ্গী সম্পৃক্তার অভিযোগে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের আটক করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের অনেক সদস্য ধরা পড়ার পর শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পরিচয় মিলেছে। এক্ষেত্রে ফয়জুরের হামলার সঙ্গে এখানেই যোগানদাতা হিসেবে কারও সম্পৃক্ত রয়েছে কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। হামলাকারী ফয়জুর শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নিয়মিত যাতায়াত করত। ঘটনার দিন ফয়জুরের প্রথমে বাইসাইকেলে ও আবার ক্যাম্পাসে যাবার বিষয়টি সিসি ক্যামেরায় ফুটে উঠেছে। মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে নিস্পত্তি করার দাবি ॥ জনপ্রিয় লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে নিস্পত্তি করার দাবি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। অন্যদিক হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন বিভাগ ও সংগঠনের প্রতিবাদ কর্মসূচী অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ডাকে জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে এক মৌন মিছিল পরবর্তী সমবেশে দ্রুতবিচার ট্রাইব্যুনালে মামলার নিস্পত্তি করার দাবি জানান উপাচার্য। তিনি বলেন, আমরা এ মামলার রায়ের জন্য দীর্ঘদিন অপেক্ষা করব না। এর দ্রুতবিচার ট্রাইব্যুনালে ছয় মাসের মধ্যে নিস্পত্তি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। তিনি বলেন, জাফর ইকবাল শুধু এ বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড নেইম না। তিনি পুরো বাংলাদেশের বিবেক। তার ওপর হামলা হয়েছে এটা আমরা সহ্য করব না। আমরা এর দ্রুত বিচার চাই। এ বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থীর বিরুদ্ধে জঙ্গীবাদের জড়িত থাকার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। উপাচার্য বলেন, এ ক্যাম্পাস বহিরাগতদের জন্য অভয়ারণ্য হয়ে গেছে। আমরা এখন বহিরাগতদের ঢুকতে নজরদারি করব। আমরা ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছয় কিলোমিটার এরিয়া জুড়ে সীমানা প্রাচীর তৈরির কাজ শুরু করব। শিক্ষক সমিতির ডাকে মৌন মিছিলে সংহতি জানিয়ে উপাচার্যের সঙ্গে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসও উপস্থিত ছিলেন। হামলার প্রতিবাদে পথনাটক ॥ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চার দিনব্যাপী পথনাটকের দ্বিতীয় দিন মঙ্গলবার ‘ওয়ারিশ’ নাটকের প্রদর্শন করেছে সাংস্কৃতিক সংগঠন দিক থিয়েটার। বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় নাটকটির প্রদর্শিত হয়। তৃতীয় দিন আজ বুধবার ‘দর্পন থিয়েটার’ পরিবেশন করবে আদাব নাটক। শেষদিন বৃহস্পতিবার ‘থিয়েটার সিলেট’ পরিবেশন করবে ‘আদিম পৃথিবীর আহ্বান’। সবকটি নাটক মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তার চর্চায় সবাইকে উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সভাপতি এহসান শুভ। এছাড়া সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক করে মশাল মিছিল করবে বলে জানান সম্মিলিত সাংস্কৃতি জোটের আহ্বায়ক মেহেদী কবীর। মোমবাতি দিয়ে জাফর ইকবালের মুখাবয়ব এঁকে প্রতিবাদ ॥ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে তার মুখাবয়ব এঁকে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে থেকে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে একটি বিক্ষোভ মিছিল বের করে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবন-ডি তে গিয়ে মিলিত হয়। সেখানে তারা প্রজা¡¡¡লিত মোমবাতি দিয়ে জাফর ইকাবলের মুখাবয়ব এঁকে বর্বর হামলার প্রতিবাদ জানান। সিলেটে হামলার প্রতিবাদ অব্যাহত ॥ বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে লিডিং ইউনিভার্সিটি। প্রতিবাদে তারা মঙ্গলবার মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেছে। লিডিং ইউনিভার্সিটির দক্ষিণ সুরমার স্থায়ী ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
×