ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে কিমের সাক্ষাত

প্রকাশিত: ০৭:৫৯, ৬ মার্চ ২০১৮

দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে কিমের সাক্ষাত

দক্ষিণ কোরিয়ার উর্ধতন নিরাপত্তা উপদেষ্টা ও গোয়েন্দা প্রধানসহ বিশেষ দূতদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। সোমবার বিমানবন্দরে উত্তর কোরিয়ার পুনরেকত্রীকরণ বিষয়ক কমিটির চেয়ারম্যান রি সন-ওন এবং জাতীয় গোয়েন্দা প্রধান কিম ইয়ং চোল দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলটিকে স্বাগত জানান। এর পর আয়োজিত এক ভোজসভায় নেতা কিম জং-উনের সঙ্গে তাদের সাক্ষাত হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা। বিবিসি। ২০১১ সালে উত্তর কোরিয়ার নেতা হওয়ার পর এই প্রথম সিউলের সবচেয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করলেন কিম। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ শুরুর পট প্রস্তুত করার চেষ্টায় বিরল আলোচনার জন্য দক্ষিণ কোরিয়ার ১০ সদস্যের এ প্রতিনিধি দল দুই দিনের সফরে পিয়ংইয়ংয়ে গেছে। দক্ষিণ কোরিয়ায় সদ্য হয়ে যাওয়া শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণের মধ্য দিয়ে সম্প্রতি দুই কোরিয়ার মধ্যে শীতল সম্পর্কের বরফ গলেছে। আর এরই প্রেক্ষাপটে উত্তর কোরিয়ায় নজিরবিহীন এ সফর করছে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলটি। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাপ্রধান সুহ হন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চুং ইউই-ইয়ং দলের নেতৃত্ব দিচ্ছেন। দুই দিনের এ সফরে দক্ষিণ কোরিয়ার দলটি উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্যে আলোচনার শর্তের বিষয়টি পাকা করাসহ যুক্তরাষ্ট্র ও পিয়ংইয়ংয়ের মধ্যকার আলোচনার বিষয়টিতে জোর দেবে। কোরিয়া উপদ্বীপকে অস্ত্রমুক্ত করতে নানা উপায়ে উত্তর ও দক্ষিণের মধ্যে আলোচনা অব্যাহত রাখার পাশাপাশি উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যেও সংলাপের বিষয়টি নিয়ে পিয়ংইয়ংয়ে নিবিড় আলোচনা করার পরিকল্পনা রয়েছে বলে আগেই জানিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চুং। শনিবার ওয়াশিংটনে এক ভোজসভায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র বৈঠক করবে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন। তবে এজন্য উত্তর কোরিয়াকে আগে নিরস্ত্রীকরণ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে, উত্তর কোরিয়াও ওইদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করলেও বলেছে, তারা কোন পূর্বশর্ত মেনে আলোচনায় বসবে না। দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলটি উত্তর কোরিয়া সফর শেষে বৈঠকের অগ্রগতি সম্পর্কে মার্কিন কর্মকর্তাদের জানানোর জন্য যুক্তরাষ্ট্র যাবে। তাছাড়া, জাপান ও চীনের কর্মকর্তাদের সঙ্গেও দলটি নিবিড়ভাবে সমন্বয় রক্ষা করবে বলে জানিয়েছে সিউল।
×