ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরগুনায় বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত ॥ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৬:২৭, ৬ মার্চ ২০১৮

বরগুনায় বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত ॥ অস্ত্র উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ৫ মার্চ ॥ বরগুনায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সঙ্গে বন্দুকযুদ্ধে সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু হাসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আতাউর সরদারসহ দুই দস্যু জলদস্যু নিহত হয়েছে। এসময় অস্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব-৮। সোমবার সকালে বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীসংলগ্ন পদ্মা গ্রামের মাঝের চর নামক এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে তিনটি বন্দুকসহ বিপুল পরিমাণ গোলাবারুদ করেছে র‌্যাব। নিহতরা হলেন, জলদস্যু হাসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আতাউর সরদার (২৫) রবিউল মালি (২৭)। তবে নিহতদের নাম জানা গেলেও তাদের পরিচয় এখনও জানা যায়নি। র‌্যাব-৮ জানায়, সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু দমনের জন্য নিয়মিত অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন বরগুনার পাথরঘাটা বলেশ্বর নদীর মাঝের চর নামক স্থানে অভিযান চালায় র‌্যাব-৮এর একটি টিম। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে জলদস্যু হাসান বাহিনীর সদস্যরা। এসময় আত্মরক্ষার জন্য র‌্যাব ও পাল্টা গুলি ছোড়ে। দু’পক্ষের বেশ কিছু সময় গুলি বিনিময়ের পর জলদস্যুরা পিছু হটলে ঘটনাস্থলে তল্লাশি করে গুলিবিদ্ধ দুটি মৃতদেহ উদ্ধার করে র‌্যাব। বি’বাড়িয়ায় ডাকাত স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, নবীনগরে পুলিশের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম জাবেদ মিয়া (৪০)। পুলিশের দাবি সে ডাকাত দলের সদস্য ছিল। সোমবার ভোরে উপজেলার দক্ষিণ কাইতলা ইউনিয়নের মহেশপুর আঞ্চলিক সড়কের হাওরভাঙ্গা ব্রিজের এ ঘটনা ঘটে। সে উপজেলার কাইতলা ইউনিয়নের দক্ষিণ পূর্ব পাড়া গ্রামের ইদন মিয়ার ছেলে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ৩ সদস্যও আহত হয়েছে। পুলিশ জানায়, রবিবার বিকেলে উপজেলার দক্ষিণ কাইতলা এলাকা থেকে জাবেদকে আটক করা হয়। গ্রেফতারের পর সে জানায় তার কাছে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে জন্য হাওরভাঙ্গা এলাকাতে গেলে এ সময় তার লোকজন পুলিশের ওপর গুলিবর্ষণ করে।
×