ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে ঠিকাদার মান্নানকে ধরতে পুলিশের অভিযান

প্রকাশিত: ০৪:২১, ৬ মার্চ ২০১৮

অবশেষে ঠিকাদার মান্নানকে ধরতে পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার স্বঘোষিত ‘সেমিডন’ ঠিকাদার ও জুয়ার আসর পরিচালনা করে বহুল আলোচিত আওয়ামী লীগ কর্মী আব্দুল মান্নান আকন্দকে গ্রেফতারের জন্য অবশেষে পুলিশ অভিযান শুরু করেছে। রবিবার পৌর মেয়রের অফিস ভাংচুর ও ভিতরে প্রবেশ করে মেয়রের চেয়ারে বসে ঠিকাদারি ফাইল তলবসহ পৌর কর্মকর্তা কর্মচারীদের হুমকি দেয়ার ঘটনা শহরে সর্বত্র আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনায় পৌর কর্তৃপক্ষ তার বিরুদ্ধে রবিবার রাতে সদর থানায় মামলা দায়ের করে। এ মামলা দায়েরের পর পুলিশ সুপার সোমবার বগুড়ার নানা ঘটনায় আলোচনায় থাকা বিতর্কিত এ ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দেন। বগুড়া সদর থানা পুলিশ জানিয়েছে, তাকে গ্রেফতারের জন্য পুলিশের একটি টিম বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে। তবে সে পলাতক রয়েছে। বগুড়ার প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতার আশীর্বাদপুষ্ট আব্দুল মান্নান আকন্দ একের পর এক নানা ঘটনায় আলোচিত ও ক্ষমতাধর হয়ে বেপরোয়া হয়ে ওঠেন। মাত্র কয়েক বছরের মধ্যে খুবই সাধারণ অবস্থা থেকে অস্বাভাবিক বিত্ত বৈভবের মালিক বনে যান। বহুল আলোচিত ‘তুফান কা-ের’ সেই তুফান সরকার ও মতিন সরকার হয়ে উঠে তার পেশিশক্তির অন্যতম উৎস। হরিণের মাংসসহ পাচারকারী আটক স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবনে হরিণের মাথা ও মাংসসহ শামীম মিস্ত্রী (৩৩) নামে এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার দুপুর আড়াইটার দিকে সুন্দরবনের কালাবগি খাল সংলগ্ন মুচির দোয়ানি এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি আউটপোস্ট নলিয়ানের একটি টহল দল তাকে আটক করে। আটক শামীম মিস্ত্রী খুলনা জেলার পাইকগাছা উপজেলার পাঠবুনিয়া গ্রামের বোদর উদ্দিন মিস্ত্রির ছেলে। জানা যায়, অবৈধভাবে হরিণের মাংস বিক্রির জন্য নিজের কাছে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কালাবগি খাল সংলগ্ন মুচির দোয়ানি এলাকায় অভিযান চালিয়ে শামীমকে আটক করা হয়েছে।
×