ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৪

প্রকাশিত: ০৬:১৭, ৫ মার্চ ২০১৮

সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৪

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় খুলনায় মোটরসাইকেল চালক, মাগুরা ও জামালপুরে দুই বৃদ্ধ ও নীলফামারীতে নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। -খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের . খুলনা মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক মেহেদী হাসান (১৮) নিহত এবং মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। পুলিশ জানায়, রবিবার সকাল ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার বরাতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। আহত মোল্লা আবুল কাশেম ও তার ছেলে রিয়াজ মাহমুদ নিহত ওই যুবকের আত্মীয়। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। . মাগুরা রবিবার দুপুরে মাগুরার কৃষপুরে চলন্ত বাস থেকে পড়ে আব্দুস সামাদ শেখ (৬০) নামে একব্যক্তি নিহত হয়েছে। সদর উপজেলার কুছন্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে পিকনিকে যাওয়ার মাগুরা ফরিদপুর সড়কের মাগুরা সদর উপজেলার কৃষপুরে বাস থেকে অসাবধনাবশত পড়ে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। প্রথমে মাগুরা সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ফরিদপুরে পাঠানো হলে তিনি মারা যান। তিনি বাসের গেটে দাঁড়িয়ে ছিলেন। . জামালপুর সরিষাবাড়ী উপজেলা সদরের পৌর এলাকার শিমলা বাসস্ট্যান্ডে ইজিবাইকের ধাক্কা ও চাপা খেয়ে কেরু হরিদাস (৭২) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়িয়া গ্রামের কেরু হরিদাস তার বাড়ি থেকে তার মেয়ে মুক্তি রানীকে শেরপুরে শ^শুরবাড়ি পাঠানোর উদ্দেশে রবিবার সকালে শিমলা বাসস্ট্যান্ডে যান। মেয়েকে সিএনজিতে উঠিয়ে দেয়ার সময় সকাল সাড়ে আটটার দিকে একটি দ্রুতগতির ইজিবাইক কেরু হরিদাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। বাসস্ট্যান্ডের স্থানীয়রা কেরু হরিদাসকে তাৎক্ষণিক সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। . নীলফামারী সড়ক দুর্ঘটনায় মিলন ইসলাম (৩২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রবিবার বেলা ১২টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কে দারোয়ানী নামক স্থানে ওই ঘটনা ঘটে। নিহত শ্রমিক জেলা শহরের পশ্চিম কুখাপাড়া গ্রামের মনছুর আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিলন ইসলাম দারোয়ানী নামক স্থানে ৫৬ বিজিবি সদর দফতর নির্মাণের শ্রমিকের কাজ করছিলেন। বেলা ১২টার দিকে নাস্তা করার জন্য সেখান থেকে বাজারের দিকে আসার পথে পেছন থেকে নীলফামারীগামী একটি ইটবোঝাই ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি। . কক্সবাজারে নারী স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, পেকুয়ায় গ্রামপুলিশ সদস্যদের মারধরে হোসনে আরা নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত হোসনে আরা (৪৫) স্থানীয় জাকির হোছাইনের স্ত্রী। শনিবার রাতে পেন্ডার পাড়ায় এ ঘটনা ঘটে। তুচ্ছ একটি ঘটনার অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী শনিবার রাতে হোসনে আরার বাড়িতে গ্রামপুলিশের পাঁচ সদস্য পাঠায়। তারা তার পুত্র স্কুলছাত্র ফাহিমকে খোঁজাখুঁজি শুরু করলে মা হোসনে আরা কারণ জানতে চায়। এতে রাগান্বিত হয়ে গ্রামপুলিশের সদস্যরা তাকে গলাধাক্কা ও কিল ঘুষি মারে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। . বগুড়ায় এক ব্যক্তি স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, বগুড়ার গাবতলির তেজোপাড়া গ্রামে মুরগি নিয়ে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছে। তার নাম সাবলু মিয়া (৪৫)। শনিবার রাতে সে মারা যায়।
×