ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

‘চেতনায় প্রজন্ম সম্মাননা ২০১৮’ পেলেন মাহবুব আমিন মিঠু

প্রকাশিত: ০৪:১৩, ৫ মার্চ ২০১৮

‘চেতনায় প্রজন্ম সম্মাননা ২০১৮’ পেলেন মাহবুব আমিন মিঠু

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পতাকা দিবস উপলক্ষে রাজধানীর উত্তরায় চেতনায় প্রজন্ম বাংলাদেশের উদ্যোগে গত ২ মার্চ দুই দিনব্যাপী ‘পতাকা উৎসব-২০১৮’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবে দেশের প্রায় ৪৭টি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয় ও কলেজের সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি উত্তরা অঞ্চলে অবস্থিত বিভিন্ন স্কুল ও কলেজের সাংস্কৃতির দলসমূহ বিভিন্ন সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করে। উৎসবের উদ্বোধনীর অনুষ্ঠান মালায় ছিল ‘চেতনায় প্রজন্ম সম্মাননা প্রদান’, নতুন প্রজন্মের হাতে পতাকা হস্তান্তর, আলোচনা, নাটক প্রদর্শনী, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘চেতনায় প্রজন্ম সম্মানা-২০১৮’ পেয়েছেন গীতাঞ্জলি একাডেমি অব ফাইন আর্টসের প্রতিষ্ঠাতা পরিচালক সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব আমিন মিঠু। বাংলা সংস্কৃতির বিকাশমান অগ্রযাত্রায় সুস্থ সাংস্কৃতিক চর্চা ও তার বিকাশের লক্ষ্যে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা ও বাঙালী সংস্কৃতি চর্চা, লালন ও বিকাশে তরুণদের উদ্বুদ্ধ করণে বিশেষ অবদান রাখায় মাহবুব আমিন মিঠুকে এ সম্মাননা দেয়া হয়। তার হাতে ‘চেতনায় প্রজন্ম সম্মানা-২০১৮’ তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক বিশিষ্ট সাংবাদিক মোঃ শাহ্ আলমগীর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলাম, উপস্থিত ছিলেন উত্তরার পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেতনায় প্রজন্ম ঢাকা মহানগরের প্রধান উপদেষ্টা মতিউল হক।
×