ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাফর ইকবাল ঢাকার সিএমএইচে

প্রকাশিত: ০৮:১০, ৪ মার্চ ২০১৮

জাফর ইকবাল ঢাকার সিএমএইচে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে শনিবার রাতেই সিলেট থেকে ঢাকায় নিয়ে আসা হয়। বিমানবন্দর ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, শনিবার রাত ১০টা ৩১ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টার ঢাকার উদ্দেশে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর ছেড়ে যায়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আহত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে হেলিকপ্টারে তুলে দেন। শনিবার বিকেল ৫টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার পরপরই জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অপারেশন থিয়েটারে নিয়ে তার ক্ষতস্থান পরিষ্কার করে সেলাই দেয়া হয় বলে জানিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ একে মাহবুবুল হক। ডাঃ মাহবুবুল সাংবাদিকদের বলেন, জাফর ইকবালের মাথার পেছনের দিকে ২টি, পিঠে ১টি ও বাম হাতে ১টি জখম রয়েছে। তার শরীরে ২৫ থেকে ২৬টি সেলাই পড়েছে বলে জানিয়ে তিনি বলেন, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এখন শঙ্কামুক্ত।
×