ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বিশ্ব ইনডোর এ্যাথলেটিক্সে আহুরের ইতিহাস

প্রকাশিত: ০৫:৫০, ৪ মার্চ ২০১৮

বিশ্ব ইনডোর এ্যাথলেটিক্সে আহুরের ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ইনডোর এ্যাথলেটিক্সে মহিলাদের ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতেছেন মুরিয়েল আহুর। আইভরি কোস্টের এ নারী দেশের জন্য এক অনন্য ইতিহাস রচনা করেছেন। এর আগে আইভরি কোস্টেরই শুধু নয় আফ্রিকা মহাদেশের নারী বা পুরুষ- কোন স্প্রিনারই স্বর্ণপদক জিততে পারেননি বিশ্ব ইনডোর আসরে। এবার দেশের পক্ষে সেই খরা কাটালেন আহুর। রচনা করলেন আফ্রিকান ইতিহাস। বার্মিংহামের নীলাভ ট্র্যাকে ঝড় তোলেন আহুর। এর আগে তিনি বিশ্ব ইনডোরে দুটি রৌপ্য পদক জিতেছিলেন। এবার যেন স্বর্ণপদক জেতার জন্য মরিয়া ছিলেন তিনি। তাই মৌসুমের সবচেয়ে দ্রুতগতি দেখালেন। মাত্র ৬.৯৭ সেকেন্ড টাইমিংয়ে আহুর স্বর্ণপদক জয় করেন। তারই সতীর্থ ম্যারি জোসি টা লুই ৭.০৫ সেকেন্ড টাইমিং নিয়ে দ্বিতীয় হয়ে দেশের জন্য নিয়ে এসেছেন রৌপ্য পদকটাও। তবে সে জন্য ফটোফিনিশের দ্বারস্থ হতে হয়েছে। কারণ সমান সময় নিয়েছিলেন সুইজারল্যান্ডের মুজিঙ্গা কামনবুন্দজি। জ্যামাইকার ডাবল অলিম্পিক স্প্রিন্ট বিজয়ী এলেইন টমসন এবং তার অন্যতম প্রতিদ্বন্দ্বী হল্যান্ডের ড্যাফনে শিপার্স কিছুই জিততে পারেননি। হতাশ করেছেন ভক্ত-সমর্থকদের। টমসন চতুর্থ হন আর ডাচ সুন্দরী দুইবার ২০০ মিটার আউটডোর বিশ্ব আসরে চ্যাম্পিয়ন শিপার্স পঞ্চম হয়ে ট্র্যাক ত্যাগ করেন। আর এই প্রথম বিশ্ব ইনডোর এ্যাথলেটিক্সের স্প্রিন্টের সেরা পাঁচে ঠাঁই পাননি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন মেয়ে। স্বাগতিক ইংল্যান্ডকে আগেভাগেই আনন্দে ভাসার সুযোগ করে দিয়েছিলেন ক্যাটারিনা জনসন-টমসন পেন্টাথলনে তিনি ৪৭৫০ পয়েন্ট নিয়ে স্বর্ণপদক জয় করেন। ৬০ মিটার হার্ডলসে এ ব্রিটিশ তরুণী ৮.৩৬ সেকেন্ড টাইমিং করেন, হাইজাম্পে নিজের সেরা ১.৯১ মিটার পেরিয়ে যান, শট পুটে ব্যক্তিগত সেরা ১২.৬৮ মিটার এবং লং জাম্পে ৬.৫০ মিটার পেরিয়েছেন। ফাইনাল ইভেন্ট ছিল ৮০০ মিটার দৌড়। সেখানে মাথা ঠা-া রেখে ক্যাটারিনা মৌসুম সেরা ২ মিনিট ১৬.৬৩ সেকেন্ড টাইমিং গড়ে স্বর্ণপদক নিশ্চিত করেন। অস্ট্রিয়ার ইভোনা দাদিচ রৌপ্য জেতেন ৪৭০০ পয়েন্ট স্কোর করে। ৪৬৩৭ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন কিউবার ইয়োরজেলিস রড্রিগুয়েজ। জয়ের পর ক্যাটারিনা বলেন, ‘খুবই দীর্ঘ একটি দিন ছিল এবং অবশ্যই এর জন্য আমি উপযুক্ত ছিলাম। সবসময়ের মতোই পেন্টাথলনে দিনব্যাপী থাকে উত্থান-পতন। কিন্তু আমি জিততে পেরে খুবই আনন্দিত।’ পুরুষদের লং জাম্পে দক্ষিণ আফ্রিকার আউটডোর বিশ্বচ্যাম্পিয়ন লুভো ম্যানিয়োঙ্গা হেরে গেছেন। কিউবার কিশোর জুয়ান মিগুয়েল জিতেছেন। তিনি ৮.২৮ মিটার পেরিয়ে যান। যদিও প্রথম দুইবারের চেষ্টায় তিনি ৮.৩৩ মিটার পেরিয়ে যান। এরপর নিজের সেরা নৈপুণ্য দেখিয়ে ৮.৩৮ মিটার পেরিয়ে যান তিনি এবং ম্যানিয়োঙ্গা ৮.৪৪ মিটার পেরোতে সক্ষম হন। পঞ্চম প্রচেষ্টায় গতবারের চ্যাম্পিয়ন মারকুইস ডেন্ডি ৮.৪২ মিটার পেরিয়ে যান যুক্তরাষ্ট্রের কিন্তু ১৯ বছর বয়সী মিগুয়েল ৮.৪৬ মিটার পেরিয়ে সবাইকে ছাড়িয়ে যান। এ কারণেই স্বর্ণপদক জুটেছে তার। এ তরুণ বলেন, ‘খুব কঠিন প্রতিযোগিতা ছিল। খুবই নগণ্য ব্যবধানে শেষ হয়েছে। কিন্তু আমি শারীরিকভাবে এবং মানসিকভাবে এই ইভেন্টের জন্য প্রস্তুত ছিলাম। আমার মনে হয় এই মুহূর্তে আমি ক্যারিয়ারের সবচেয়ে উচ্চ পর্যায়ে আছি। আমি শারীরিকভাবে বেশ শক্তি রয়েছে বলে বোধ করছি।’
×