ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

’৪১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ ॥ শাহরিয়ার আলম

প্রকাশিত: ০৫:৪৬, ৪ মার্চ ২০১৮

’৪১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ ॥ শাহরিয়ার আলম

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, ২০৪১ সালের মধ্যে এ দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এখন কোমলমতি শিক্ষার্থীরা বছরের শুরুর দিকেই নতুন বই হাতে পাচ্ছে। শিশুরা স্কুলে যাচ্ছে। ক্ষুধার্ত হয়ে আর শিশুদের স্কুলে যেতে হয় না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগের দিন শেষ হয়ে গেছে। শনিবার রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের দেড় শ’ বছর পূর্তি উৎসবের দ্বিতীয় দিনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ কথা বলেন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র প্রফেসর মসলেম উদ্দিন, আবু হেনা মোস্তফা কামাল, বীর প্রতীক আজাদ আলী, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, প্রাক্তন ছাত্র ও এডিসিএস পরিচালক প্রবীন্দ্রনাথ প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে একই মঞ্চে শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও পারমাণবিক পরমাণু শক্তি কমিশনের প্রধান ওয়ালি আহাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বাঘা শাহদৌলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব, আড়ানী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহাবাজ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোঃ সুলতান-উল-ইসলাম টিপু, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল লতিফ। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও আমেরিকা প্রবাসী আজিবর রহমানের পরিচালনায় এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আড়ানী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশরাফ আলী।
×