ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হামলাকারীদের গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত: ০৫:৩৫, ৪ মার্চ ২০১৮

হামলাকারীদের গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি হামলার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘প্রধানমন্ত্রী জাফর ইকবালের চিকিৎসার খোঁজ-খবর রাখছেন।’ এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। খবর ওয়েবসাইটের। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুক্তমঞ্চে অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি। পরে ড. জাফর ইকবালকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সিলেটে অবস্থানরত শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, ড. জাফর ইকবালের ওপর হামলার খবর পেয়ে তিনি তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কর্মসূচী বাতিল করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের উদ্দেশে রওনা দেন। তিনি বলেন, খবর পেয়ে তিনি ড. জাফর ইকবালের স্ত্রী ড. ইয়াসমীন হক ও শাবিপ্রবি’র ভিসির সঙ্গে কথা বলেন। তার উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘হামলাকারী একজন গ্রেফতার হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে সিলেট পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।’ শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষামন্ত্রী সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছেছেন।
×