ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যৌতুক-নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ০৪:০৮, ৪ মার্চ ২০১৮

যৌতুক-নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩ মার্চ ॥ কুলিয়ারচরে যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচার-নির্যাতন সইতে না পেরে বিয়ের মাত্র ছয় মাসেই অর্চনা রানী সরকার (২২) নামের এক গৃহবধূ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী সুধাংশ সরকার, শাশুড়ি নিয়তি সরকার ও ভাসুরের স্ত্রী উজ্জ্বলা সরকারকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় কুলিয়ারচর রেলস্টেশনের অনতিদূরে ভৈরব থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেনের নিচে ওই গৃহবধূ ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, প্রায় ছয় মাস আগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চড়কপাড়া গ্রামের মৃত অমল সরকারের ছেলে সুধাংশ সরকারের সঙ্গে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি এলাকার উপেন্দ্র চন্দ্র সরকারের মেয়ে অর্চনা রানী সরকারের বিয়ে হয়। বিয়ের সময় মেয়েপক্ষ জামাতাকে যৌতুক হিসেবে ৭০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালঙ্কার দেয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে স্বামী সুধাংশ ও তার পরিবারের লোকজন আরও ৫০ হাজার টাকার জন্য গৃহবধূ অর্চনাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছিল। এ দিকে যৌতুকের দাবি মেটাতে না পারায় ক্রমাগত অত্যাচার-নির্যাতন সইতে না পেরে অবশেষে বৃহস্পতিবার গৃহবধূ অর্চনা টাকা আনতে স্বামী, শাশুড়ি ও জা-কে নিয়ে ছয়সূতির বাবার বাড়িতে আসে। কিন্তু বাবা যৌতুকের দাবি মেটাতে না পারায় বাবার বাড়িতেও স্বামীর হাতে মারপিটের শিকার হয় অর্চনা। এ অপমান আর ক্ষোভে শুক্রবার সন্ধ্যায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহননের পথ বেছে নেয় অর্চনা। এ ঘটনার পর নিহত অর্চনার স্বামী, শাশুড়ি ও জা-কে আটক করেছে পুলিশ।
×