ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৭ মার্চ ভাষণ দিবস উপলক্ষে ৭ দিনের কর্মসূচী আওয়ামী লীগের

প্রকাশিত: ০৬:০৪, ১ মার্চ ২০১৮

৭ মার্চ ভাষণ দিবস উপলক্ষে ৭ দিনের কর্মসূচী আওয়ামী লীগের

বিশেষ প্রতিনিধি ॥ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিবস উপলক্ষে ৭ দিনের কর্মসূচী গ্রহণ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কর্মসূচীর মধ্য রয়েছে সারাদেশের প্রতিটি জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা-সমাবেশ, সাজসজ্জা, মাইকযোগে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, র‌্যালি, আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার প্রকাশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ২০১৭ সালের ৩১ অক্টোবর ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’-এ অন্তর্ভুক্ত করে ইউনেস্কো। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ বলেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাঙালী জাতির চিরন্তন অনুপ্রেরণার নিরন্তন উৎস। প্রকৃতার্থে ৭ মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতার মৌলিক দলিল। বাঙালীর বিশ্বজয়ের অমর সেøাগান। যা আজ বিশ্ব ইতিহাসের এক অনন্য দলিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্মৃতিবিজড়িত ৭ মার্চ উপলক্ষে ৭ দিনের বর্ণাঢ্য কর্মসূচী গ্রহণের মধ্য দিয়ে দিবসটি যথাযথভাবে পালন করার জন্য আহ্বান জানিয়েছেন। খালেদার সাজাতে খুশি বিএনপির অনেক নেতা- ড. হাছান ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতি মামলার সাজা থেকে মুক্তির জন্য তাঁর আইনজীবীদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, খালেদা জিয়ার সাজা হওয়াতে বিএনপির অনেক নেতাকে খুশি মনে হচ্ছে। কারণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, খালেদা জিয়া জেলে থাকলে নাকি প্রতিদিন বিএনপির ১০ লাখ ভোট বেড়ে যায়। মওদুদ আহমদের বক্তব্যে বোঝা যায় তারা খালেদা জিয়াকে জেলে রেখেই আগামী নির্বাচনে জিততে চায়। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির নেতা রিজভী আহমেদের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, রিজভী আহমেদের বক্তৃতা শুনে মনে হচ্ছে তিনি মওদুদ আহমদ থেকেও বড় ব্যারিস্টার।
×