ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৪৫ বাড়িতে অগ্নিসংযোগ ॥ তদন্ত কমিটি

সিলেটে ওয়াজ মাহফিল নিয়ে সংঘর্ষে নিহত এক

প্রকাশিত: ০৬:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

সিলেটে ওয়াজ মাহফিল নিয়ে সংঘর্ষে নিহত এক

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার আমবাড়ি এলাকায় ওয়াজ মাহফিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় অর্ধ-শতাধিক লোক আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ৪৫টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিহত মুজাম্মিল আলী হরিপুর বাজার মাদ্রাসার দাওরায়ে হাদীস (টাইটেল) ক্লাসের ছাত্র। তার বাড়ি গোয়াইনঘাট উপজেলার বড়গোছা গ্রামে। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ৩টা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের জৈন্তাপুর ও সিলেট ওসমানী হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়- সোমবার রাতে জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করে সুন্নী মতাদর্শের লোকজন। ওয়াজ চলাকালে রাত সাড়ে ১১টার দিকে সুন্নীবিরোধী ওয়াহাবী মতাদর্শের লোকজন হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই দুই ‘পক্ষের কয়েক শত লোক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের একপর্যায়ে উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুর রহমানের বাড়িসহ আমবাড়ি, ঝিঙ্গাবাড়ি ও কাঠালবাড়ি তিনটি গ্রামের প্রায় ৪৫টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে সিলেটের জেলা প্রশাসকসহ উর্ধতন প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত প্রায় ৫০টি পরিবারের সদস্যদের নগদ ৩ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। সাথে আপাতত তাদের চাল-ডাল-তেল মরিচসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মধ্যে দুটি করে কম্বল বিতরণ করা হয়। এ ব্যাপারে মঙ্গলবার সিলেট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়। কমিটিতে রয়েছেন সিলেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সন্দ্বীপ কুমার সিংহ এবং জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌবিন করিম। কমিটিকে আগামী সাত কার্য দিবসে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্তি জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী জানান, মঙ্গলবার থেকেই তদন্তের কাজ শুরু করেছে তদন্ত কমিটি। দৌলতপুরে আহত মাদকসেবীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা দৌলতপুর, কুষ্টিয়া থেকে জানান, দৌলতপুরে মাদক সেবন নিয়ে প্রতিপক্ষের হামলায় লালচাঁদ (৩২) নামে এক মাদক সেবী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় জামালপুর গ্রামের দুখু মিয়ার ছেলে লালচাঁদ মাদক সেবন করছিল। এ সময় একই এলাকার সিরাজ, রিপন ও দুলালসহ ৫-৬জন তাকে মাদক সেবনে বাধা দেয়। বাধা নিষেধ অমান্য করে লালচাঁদ মাদক সেবন করতে থাকলে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মাদক সেবনে বাধাদানকারীরা মাদক সেবীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী গুরুতর জখম অবস্থায় লালচাঁদকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে সে মারা যায়।
×