ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে বাংলাদেশের অভ্যুদয় বিষয়ে বাংলা বই উপহার দিল ইউজিসি

প্রকাশিত: ০৭:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

প্রধানমন্ত্রীকে বাংলাদেশের অভ্যুদয় বিষয়ে বাংলা বই উপহার দিল ইউজিসি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) রবিবার স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ওপর বাংলায় লিখিত একটি বই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছে। ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শীর্ষক বইটি অধ্যয়ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। খবর বাসসর। ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেন, আমরা সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রফেসর মুনতাসীর মামুন ও প্রফেসর মোঃ মাহবুবুর রহমান লিখিত বইটির একটি কপি তুলে দিয়েছি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মেধাবী ছাত্রছাত্রীর মাঝে প্রধানমন্ত্রী স্বর্ণপদক বিতরণের জন্য ইউজিসি এ অনুষ্ঠানের আয়োজন করে। ইউজিসি চেয়ারম্যান বলেন, কমিশন দেশের ইতিহাস, সমৃদ্ধ ঐতিহ্য ও ভাষা সম্পর্কে জানার সুযোগ দিতে সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোতে দুটি কোর্স বাধ্যতামূলক করেছে। এর একটি হলো বাংলা ভাষা ও সাহিত্য এবং অন্যটি হলো বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। তিনি বলেন, এ উদ্যোগের অংশ হিসেবে আমরা বই দুটি প্রকাশ করেছি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও ভাষা সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ দিতে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিটি বিষয়ে কোর্স দুটি চালু করতে বলেছি। শিক্ষাবিদ রফিকুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর ‘বাংলা ভাষা ও সাহিত্য’ শীর্ষক বইটি সংকলন করেছেন। প্রফেসর মান্নান বলেন, তারা সকল বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোতে কোর্স দুটি বাধ্যতামূলকভাবে চালু করার চেষ্টা করছেন। কারণ, খুব কম বেসরকারী বিশ্ববিদ্যালয়ই কমিশনের নির্দেশনা মেনে চলছে। আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, তিনি জানতে পেরেছেন, অন্যান্য বিষয়ের শিক্ষার্থীরা সাবসিডিয়ারি বিষয় হিসেবে নিতে পারে না। তিনি প্রশ্ন রাখেন, আমাদের এ বিষয়ে ইউজিসি ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বসতে হবে, এটি কেন ঘটছে এবং বাংলার প্রতি কেন এমন অবহেলা দেখানো হচ্ছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষা দেয়ার ও শেখার কোন ব্যবস্থা না রাখার জন্য বিশেষ করে দেশের বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর সমালোচনা করেন। তিনি বলেন, আমরা অনেক বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দিয়েছি। কিন্তু এসব বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য শেখানো ও শেখার কোন ব্যবস্থা নেই। এটি এমন কেন হবে?
×