ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অতীতের অপকর্মের কারণেই খালেদা জিয়া এখন কারাগারে

প্রকাশিত: ০৭:২৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

 অতীতের অপকর্মের কারণেই খালেদা জিয়া এখন কারাগারে

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারী দলের সিনিয়র সদস্যরা বলেছেন, যারা গ্রেনেড হামলা করে, পেট্রোলবোমা মেরে পুড়িয়ে মানুষ হত্যা করে- সেই বিএনপি-জামায়াতের রাজনীতির দিন শেষ হয়ে এসেছে। অতীতের কৃত অপরাধ-অপকর্মের কারণেই বিএনপি নেত্রী খালেদা জিয়া এখন কারাগারে। দেশের মানুষ তাদের সেই দুঃশাসনের যুগে ফিরে যেতে চায় না। আগামী নির্বাচনেও ব্যালটের মাধ্যমে খালেদা জিয়াদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে জনগণ। প্রথমে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং পরে ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে রবিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সাবেক আইনমন্ত্রী এ্যাডভোকেট আবদুল মতিন খসরু, হুইপ মোঃ শাহাব উদ্দিন, সরকারী দলের টিপু মুন্সী, মনিরুল ইসলাম, শেখ আফিল উদ্দিন, নজরুল ইসলাম বাবু, আফজাল হোসেন, তালুকদার মোহাম্মদ ইউনুস, মোরশেদ আলম, ফরহাদ হোসেন, শরিফ আহমেদ ও জাসদের রেজাউল করিম তানসেন। আলোচনায় অংশ নিয়ে সাবেক আইনমন্ত্রী এ্যাডভোকেট আবদুল মতিন খসরু প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে বলেন, প্রশ্নপত্র ফাঁস বন্ধ হচ্ছে না। প্রশ্নফাঁস হয়েছে এটা আর শুনতে চাই না। যারা পারবেন না, তাদের অবশ্যই পদত্যাগ করা উচিত। আওয়ামী লীগে অনেক লোক আছে, যোগ্য লোকের অভাব নেই। এই দায় আওয়ামী লীগ নেবে না, আমরা এ দায় নেব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত অর্জন দুই একটি অপকর্ম দিয়ে ম্লান করে দেবে এটা হতে পারে না। দু’একজনের ব্যর্থতা আওয়ামী লীগ নেবে না। এ ঘটনায় সরকারের অর্জন নষ্ট হচ্ছে। প্রশ্নফাঁস আগে হয়েছে, এখনও হচ্ছে- এটা কোন যুক্তি হতে পারে না। আগে হয়েছে- এটা কি কোন যুক্তি হলো? আগে মানুষ অন্যায় করেছে, চুরি করেছে বলে আমরাও করব? তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা অনেকদূর এগিয়ে গেছি, আরও এগিয়ে নিয়ে যাব। তিনি বলেন, খালেদা জিয়ার বিচারে সাজা হয়েছে। এটা কিসের বিচার হয়েছে? ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিল। সেই বিচার হচ্ছে না কেন? মানুষ আমাদের কাছে প্রশ্ন করে, ২১ আগস্টের বিচার শেষ হচ্ছে না কেন? এই বিচার দ্রুত শেষ করতে হবে। হুইপ শাহাব উদ্দিন বলেন, এতিমের টাকা চুরি করার দায়ে খালেদা জিয়া এখন জেলে। তাকে কোন অবস্থায়ই রেহাই দেয়া যায় না। জাসদের রেজাউল করিম তানসেন বলেন, বিএনপি-জামায়াত জোটের হাতে অন্তঃসত্ত্বা নারীও রেহাই পায়নি। নজরুল ইসলাম বাবু বলেন, প্রধানমন্ত্রীসহ পুরো আওয়ামী লীগকে ধ্বংস করতে গ্রেনেড হামলা যারা চালিয়েছিল তারা মহাপাপী। সেই পাপের কারণেই এতিমের টাকা চুরির দায়ে খালেদা জিয়া এখন কারাগারে। এদের কখনো ক্ষমা করা যাবে না।
×