ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে এক রাতে চার অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৫:২৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

রাজশাহীতে এক রাতে চার অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীতে একরাতেই পৃথক চারটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ নগরীর সপুরা বিসিক নগরী এলাকায় ইজিবাইকের কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। শুক্রবার গভীর রাতে বাঁধন ট্রেডিং কর্পোরেশন নামের এই কারখানায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার মালিক আকবর হোসেন বাবু জানান, শুক্রবার রাত সোয়া ১টার দিকে তার কারখানার শো-রুমে আগুন লাগে। এতে ব্যাটারিসহ বেশ কিছু মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত। এতে ইজি বাইকের বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হয়েছে।
×