ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেহেরপুরের তৈরি কাঁথা রফতানি হচ্ছে বিদেশে

প্রকাশিত: ০৪:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

মেহেরপুরের তৈরি কাঁথা রফতানি হচ্ছে বিদেশে

সংবাদদাতা, মেহেরপুর ॥ মেহেরপুরের গ্রামীণ মেয়েদের হাতে সেলাই করা কাঁথা এখন দেশ ছেড়ে রফতানি হচ্ছে বিদেশে। নতুনের সঙ্গে পুরনো কাপড় মিলিয়ে রঙিন সুতার সেলাই দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন সাইজের কাঁথা। বিদেশে রফতানির ফলে যেমন অসহায় দরিদ্র নারীদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে তেমনি বৈদেশিক মুদ্রা আয়ের পথ সুগম হচ্ছে। কাঁথার এই শিল্প সম্প্রসারণে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। প্লেস ম্যাট, রানার, বেবি কাঁথাসহ নানা রকমের নাম আর পরিমাপের কাঁথা তৈরি করছে মেহেরপুরের গাংনী উপজেলার সহগলপুর গ্রামের প্রায় এক’শ নারী। আগে নিজেদের প্রয়োজন মেটাতে পুরাতন কাপড় দিয়ে কাঁথা সেলাই করলেও এখন করছেন উপার্জন করতে। কাঁথা সেলাই এখন ওইসব দরিদ্র নারীদের আয়ের উৎসে পরিণত হয়েছে। বিদেশে রফতানির ফলে তাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। অনেকের সংসারে সচ্ছলতা ফিরে এসেছে। নতুনের সঙ্গে পুরাতন কাপড় মিলিয়ে রং বেরঙের সুতায় সেলাই করে তৈরি করা হচ্ছে হরেক রকমের কাঁথা।
×