ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসএসসির প্রশ্ন ফাঁস, জয়পুরহাটের দুই শিক্ষার্থীর সাজা

প্রকাশিত: ০৬:০০, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

এসএসসির প্রশ্ন ফাঁস, জয়পুরহাটের দুই শিক্ষার্থীর সাজা

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২২ ফেব্রুয়ারি ॥ পাঁচবিবি সরকারী বালিকা বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার এসএসসির রসায়ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আল-আমিন ও মিনহাজ প্রধান নামে দুই পরীক্ষার্থীর ভ্রাম্যমাণ আদালতে দুই বছর করে সাজা এবং এক মাদ্রাসা শিক্ষক ও এক শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, মোবাইল ফোনের ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রশ্নপত্র পেয়ে পরীক্ষা দেয়ার অপরাধে উপজেলার ধাপেরহাট মাদ্রাসার ওই দুই পরীক্ষার্থীকে দুই বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র বিক্রির অপরাধে দিনাজপুর জেলার হাকিমপুর আলিহাট মাদ্রাসার রসায়ন বিভাগের শিক্ষক হুমায়ুন কবির ও ওই মাদ্রাসার সাবেক শিক্ষার্থী নাঈমের বিরুদ্ধে কেন্দ্র সচিব দেলোয়ার হোসেনকে বাদী হতে মামলায় নির্দেশ দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম। অটোমেশনের আওতায় আসছে চসিকের সব বিভাগ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অটোমেশনের আওতায় আসছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সকল বিভাগ। এর ফলে সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে ডিজাইন ডেভেলপমেন্ট, ইমপ্লিমেন্টেশন, অপারেটিং এন্ড মেনটেইন্যান্স, ওয়েব পোর্টাল এন্ড স্মার্ট ড্যাসবোর্ড সিস্টেম বিষয়ে মেয়রের দফতরে এক তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ গণিত অলিম্পিয়ার্ড কমিটির সঙ্গে। এ সময় উপস্থিত ছিলেন অলিম্পিয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের ডেপুটি ডিরেক্টর মুস্তাফিজুর রহমান এবং প্রজেক্ট ম্যানেজার আশিষ কুমার দাশ, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লেঃ কর্নেল মহিউদ্দিন আহমেদ, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম প্রমুখ। মেয়র অটোমেশন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে গৃহীত সকল পদক্ষেপ বাস্তবায়নে প্রকৌশলী ও বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানান।
×