ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে ট্রাক খাদে ॥ তিন শ্রমিক নিহত

প্রকাশিত: ০৫:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

শরীয়তপুরে ট্রাক খাদে ॥ তিন শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২২ ফেব্রুয়ারি ॥ বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে একটি মালবাহী ট্রাক খাদে পড়ে ট্রাকের ৩ শ্রমিক নিহত হয়েছে। নিহতরা হলো হালিম, সাদ্দাম ও শাহজামাল। হালিম ও সাদ্দামের বাড়ি জামালপুর এবং শাহজামালের বাড়ি শেরপুর জেলায় বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ শ্রমিক। আহতদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর চালক দ্রুত পালিয়ে গেছে। জানা গেছে, খুলনা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌঁছলে রাস্তার বেহাল দশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা শ্রমিক হালিম, সাদ্দাম ও শাহজামাল ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে থাকা নিহতদের লাশ উদ্ধার করেছে। গোপালগঞ্জে তিন যাত্রী নিজস্ব সংবাদদাতা গোপালগঞ্জ থেকে জানান, মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা-খুলনা মহাসড়কে বীণা উপকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মাগুরা’র মোহম্মদপুর থানায় কর্মরত এসআই কবির আহম্মেদের ছেলে তানভীর আহম্মেদ (৩০)। তিনি তাদের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে মাগুরা যাচ্ছিল। গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা জানান, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতগামী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি মহাসড়ক থেকে পার্শ্ববর্তী খাদে চলে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোর চালক নিহত এবং তানভীরসহ দু’যাত্রী গুরুতর আহত হয়। লক্ষ্মীপুরে হাসপাতাল কর্মকর্তা নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর থেকে জানান, লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় একটি বেসরকারী হাসপাতালের সিনিয়র কর্মকর্তা ইসমাইল মোল্লা (৫৭) নিহত হয়েছেন। জেলা সদরের রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সড়ক ও জনপথ অফিসের কাছে বুধবার রাত প্রায় একটার দিকে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে তিনি বাড়ি ফেরার পথে বিপরীত দিকে অপর একটি রিক্সাভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর যখম হন। গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ছিলেন, শহরে অবস্থিত উপশম নামে বেসরকারী হাসপাতালের একজন সিনিয়র কর্মকর্তা। তার বাড়ি সদর উপজেলাধীন পৌরসভার দক্ষিণ মজুপুর গ্রামে। কক্সবাজারে স্কুলছাত্র স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্র উখিয়ার রুমখা বড়বিল মৌলভিপাড়া এলাকার মৃত মোজ্জাফর আহমদের পুত্র ও পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র মুসলিম (১৪)। বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে কোটকাজার ঝাউতলা সড়কে টমটমের ধাক্কায় সে নিহত হয়। পাবনায় নারী নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, সদর উপজেলার হেমায়েতপুরের কাশিপুর মোড়ে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। মৃত ছবি খাতুন (২৭) হেমায়েতপুর ইউনিয়নের কৃষ্ণদিয়ার গ্রামের ডাবলু শেখের স্ত্রী। ঘটনার পর পুলিশ ট্রাক্টরটি জব্দ ও চালককে আটক করেছে। পাবনা সদর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কাশিপুর মোড়ে ব্যাটারি চালিত অটোরিক্সা থেকে নামছিলেন ছবি খাতুন। এ সময় পেছন থেকে ইট বোঝাই একটি ট্রাক্টর অটোরিক্সাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় ছবি খাতুন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঠাকুরগাঁওয়ে শিশু নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কালিতলায় বৃহস্পতিবার দ্রুতগামী একটি ইজিবাইকের চাপায় প্রাণ হারিয়েছে সুজাতা মুনি নামে ছয় বছরের এক ছাত্রী ।
×