ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদার মামলার সার্টিফাইড কপি পর্যালোচনা শেষে দুদকের সিদ্ধান্ত

প্রকাশিত: ০৭:৫৮, ২২ ফেব্রুয়ারি ২০১৮

খালেদার মামলার সার্টিফাইড কপি পর্যালোচনা শেষে দুদকের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার রায়ের সার্টিফাইড কপি পর্যালোচনা শেষে কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুদকের আইনজীবীদের হাইকোর্টে খালেদা জিয়ার আপীল বাতিল চেয়ে দুদকের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বুধবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে মিডিয়া সেন্টারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। এ সময় ‘সন্ধানী গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল ইউনিট’ এর পরিচালনায় রক্তদান কর্মসূচীটি উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান। এ সময় দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, সচিব ড. মোঃ শামসুল আরেফিনসহ কমিশনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দুদক চেয়ারম্যান বলেন, কমিশনের সকল মামলাতেই যথাযথ মান অনুসরণ করা হয়। কমিশনের আইন অনুবিভাগ মামলার রায়ের সার্টিফাইড কপি পর্যালোচনা করে কমিশন যে সকল সুপারিশ পেশ করে, কমিশন সেগুলো পর্যালোচনান্তে সিদ্ধান্ত গ্রহণ করে। এটি কমিশনের দীর্ঘদিনের চলমান প্রথা। তিনি বলেন, কমিশনের কাছে জাতির প্রত্যাশা সঙ্গত কারণে বেড়েছে। এই প্রত্যাশা কাক্সিক্ষত মাত্রায় পূরণ করতে না পারলেও কমিশন দুর্নীতি দমন ও প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। ইকবাল মাহমুদ বলেন, আমি আগেও একাধিক বার বলেছি, কমিশনের একার পক্ষে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। তাই বিভাজিত নয় সম্মিলিতভাবে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। সবাই ঐক্যবদ্ধ হলেই দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নসহ সকল উন্নয়ন সম্ভব। উদ্বোধনী অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান বলেন, মহান ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতার লাল সূর্য উদিত হয়। এই মহান ভাষা শহীদরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা সবাই যদি মানুষের কল্যাণ, ভাষা এবং ভাগ্যোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করি, তবেই তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন করা হবে। ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমাদেরও আত্মত্যাগের প্রয়োজন রয়েছে। দুদক চেয়ারম্যান বলেন, রক্তদান কর্মসূচী শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। কমিশনের যে সকল কর্মকর্তা-কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করছেন, তাদের অভিনন্দন জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, এটি আপনাদের ত্যাগ ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অনুকরণীয় অনুশীলন। আজকের দিনে আমাদের প্রত্যেকের অঙ্গীকার হবে, আমরা যে যেখানে যে কাজ করি, তা হতে হবে ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থবর্জিত, ন্যায়নিষ্ঠ এবং দুর্নীতিমুক্ত।
×