ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুরসহ নিহত ১১

প্রকাশিত: ০৪:১৪, ২২ ফেব্রুয়ারি ২০১৮

সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুরসহ নিহত ১১

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় বরিশালে জামাই-শ্বশুর, বাগেরহাটে ব্যবসায়ীসহ তিন, গাজীপুরে বেসরকারী প্রতিষ্ঠানের রাজশাহীতে আরোহী, কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার্থী, পটিয়ায় নারী, মুন্সীগঞ্জে ছাত্রলীগ নেতা ও জামালপুরে উদ্ধারকর্মী নিহত হয়েছেন। -খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বরিশাল মাহফিল শেষে বাড়ি ফেরার পথে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাছেমাবাদ বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী যাত্রীবাহী সাকুরা পরিবহনের চাপায় ঘটনাস্থলেই শ্বশুর ও শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে জামাতা নিহত হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ শাহাদৎ হোসেন জানান, ঐতিহ্যবাহী কাছেমাবাদ মাদ্রাসা প্রাঙ্গণের বার্ষিক ওয়াজ মাহফিল শেষে উত্তর শোলক গ্রামের মৃত মেছের আলী সিকদারের পুত্র মফসের সিকদার (৮০) ও তার মেয়ে জামাতা হাপানিয়া গ্রামের মৃত মতলেব তালুকদারের পুত্র সরোয়ার তালুকদার (৫৫) বাড়ি ফেরার জন্য রাস্তা পারাপার হচ্ছিলেন। পুলিশ ঘাতক সাকুরা পরিবহনটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। বাগেরহাট বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এরা হলেনÑ ছাত্রী রূপা আক্তার (১৭), স্বর্ণকার দিপংকর দাস (২৮) ও ব্যবসায়ী এশারাত (২৫)। এসময় আরও ১০ জন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। বুধবার সকালে বাগেরহাট-খুলনা মহাসড়কে মোটরসাইকেলে করে বাগেরহাট যাচ্ছিলেন এশারাত। এসময় মাথাভাঙ্গা নামক স্থানে একটি বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে, মঙ্গলবার সন্ধ্যায় একই সড়কের কাটাখালি বাসস্ট্যান্ডে খুলনাগামী বিআরটিসির একটি বাস যাত্রীবাহী মাহেন্দ্রর ওপর চড়াও হলে শিশুসহ ১০ জন আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাট দশানী গ্রামের নারায়ণ দাসের ছেলে এক সন্তানের জনক স্বর্ণকার দিপংকর দাস (৩০) ও ষাটগম্বুজ এলাকার আব্দুল হামিদের মেয়ে রূপা আক্তার (১৭) নামে দু’জন মারা যান। গাজীপুর ছুটিতে বাড়ি যাওয়া রাজধানীর এক বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তার। বুধবার মোটরসাইকেলে চড়ে বাড়ি যাওয়ার সময় শ্রীপুরে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ওই কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম মতিউর রহমান সানি (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার পাগলা থানার পাতলাশি গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে। মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন ও নিহতের স্বজনরা জানান, ঢাকার মালিবাগ এলাকায় থেকে এক বেসরকারী প্রতিষ্ঠানে মার্কেটিংয়ের কাজ করতেন মতিউর রহমান সানি। ছুটি থাকায় বুধবার তিনি ঢাকা থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের শ্রীপুর মাওনা চৌরাস্তা এলাকায় মোহা সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে উল্টোপথে আসা একটি রিক্সার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মতিউর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের উপরে পড়ে যান। রাজশাহী বাগমারায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজ্জত আলী (৫৩) নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে আটটার দিকে বাগমারা কারিগরি কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইজ্জত আলী উপজেলার মারিড়া ইউনিয়নের সূর্যপাড়া এলাকার মৃত আফসার আলীর ছেলে। পেশায় দিনমজুর ইজ্জত আলী কাজের সন্ধানে উপজেলার ভবানীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে কারিগরি কলেজ মোড়ে পৌঁছুলে আত্রাই থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে আহত হন ইজ্জত আলী। বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, মুমূর্ষু ওই সাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেন স্থানীয়রা। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুড়িগ্রাম নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও পাঁচ পরীক্ষার্থী। বুধবার সকাল ৯টার দিকে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিরা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানায়, ২১ ফেব্রুয়ারি উপলক্ষে দুটি মোটরসাইকেলে ছয় এসএসসি পরীক্ষার্থী ঘুরতে বের হয়। ভুরুঙ্গামারী থেকে ফেরার সময় দুটি মোটরসাইকেলের প্রতিযোগিতা করে দ্রুত গতিতে চালানোর সময় সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে একটি মোটরসাইকেলের চালক এসএসসি পরীক্ষার্থী মাহবুব রহমান মারা যায়। পটিয়া সড়ক দুর্ঘটনায় নারীসহ পাঁচজন হতাহত হয়েছেন। নিহত এক নারীর নাম শামীমা আক্তার (৪৫)। তিনি পটিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের ধোপা পুকুরপাড় এলাকার জাফর আহমদের স্ত্রী। এতে আহত হয়েছেন শামীমার কন্যা মেহেরুন্নেছা (১৮), জান্নাতুল আক্তার (১০), পটিয়া আমজুর হাট এলাকার আবদুল হকের পুত্র মোঃ মনির (৩৫) ও বোয়ালখালী উপজেলার আলী আহমদের পুত্র শাহাদাত হোসেন (২৩)। আহত সবাইকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার সময় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া আমজুর হাটের ইউনিয়ন কৃষি স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ সিরাজদিখানের ইছাপুরা বিক্রমপুর কেবি ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম মৃধা মিহির (২৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সদর উপজেলার সিপাহিপাড়া থেকে ফুল নিয়ে ফেরার পথে টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে মোটরবাইক দুর্ঘটনায় তিনি নিহত হন। তার পেছনে থাকা ছাত্রলীগ নেতা রানা ও জিসান গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাইকটি মিহির চালাচ্ছিলেন। শহীদ মিনারে প্রথম প্রহরের ফুল দেয়ার জন্য দ্রুত চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। পরে বাইকে থাকা তিন জনকেই রক্তাক্ত অবস্থায় এলাকার লোকজন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক মিহিরকে মৃত ঘোষণা করে। জামালপুর জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়িকান্দায় বকশীগঞ্জগামী যাত্রীবাহী বৈশাখী পরিবহনের একটি বাস উল্টে রাস্তার পাশে খাদে পড়ে স্থানীয় এক উদ্ধারকর্মী বিদ্যুতায়িত হয়ে নিহত এবং বাসটির ২০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। দমকল বাহিনীর উদ্ধারকর্মীরা আহতদের মধ্যে ১১ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
×