ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্কুল থেকে বঞ্চিত শিশুদের কারণে এশিয়ায় জিডিপিতে ঘাটতি

প্রকাশিত: ০৪:১০, ২২ ফেব্রুয়ারি ২০১৮

স্কুল থেকে বঞ্চিত শিশুদের কারণে এশিয়ায় জিডিপিতে ঘাটতি

এশিয়ায় স্কুলেই শিক্ষা জীবন থেকে ঝরেপড়া শিশুদের ওপর সম্প্রতি একটি জরিপ চালিয়েছে বিশে^র শীর্ষস্থানীয় লজিস্টিক সেবাদানকারী প্রতিষ্ঠান ডিএইচএল। ‘এ ওয়ে ব্যাক টু স্কুল’ জরিপে দেখা গিয়েছে যে, এর কারণে জিডিপিতে প্রতিবছর নেতিবাচক প্রভাব পড়ে, যার পরিমাণ প্রায় ৩৪ বিলিয়ন মার্কিন ডলার। উক্ত জরিপটি এশিয়ার সাতটি দেশের সুবিধাবঞ্চিত তরুণ জনগোষ্ঠীর শিক্ষা ও বৃত্তিমূলক সুযোগ তৈরিতে নিয়োজিত ডিএইচএল-এর ‘গো-টিচ’ প্রোগ্রামকে ব্যাপকভাবে সহায়তা করে। স্কুলে শিক্ষা জীবন থেকে ঝরেপড়া শিশুদের উচ্চহারের কারণে এশিয়ার দ্রুত প্রবৃদ্ধিশীল অর্থনীতিসম্পন্ন কয়েকটি দেশ ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হবে বলে জরিপে উঠে এসেছে। এমনকি ফলাফলে উঠে এসেছে যে, কয়েকটি দেশ জিডিপিতে দুই শতাংশ ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড ও ভিয়েতনামে প্রতি তিনজন শিশুর মধ্যে একজন স্কুল জীবন শেষ না করেই ঝরে পড়ে। -অর্থনৈতিক রিপোর্টার
×