ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভায় ১০ লাখ লোক সমাগমের প্রস্তুতি

প্রকাশিত: ০৫:৪৫, ২১ ফেব্রুয়ারি ২০১৮

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভায় ১০ লাখ লোক সমাগমের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ আগামী ৩ মার্চ সার্কিট হাউস ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সর্বকালের মহাজনসমুদ্রে পরিণত করার উদ্যোগ নিয়েছে খুলনা আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতৃবৃন্দ আশা করছেন, এই জনসভায় ১০ লাখ লোকের সমাগম ঘটবে। জনসভা সফল করার জন্য চলছে বিভিন্ন প্রস্তুতি। জনসভাস্থল থেকে প্রধানমন্ত্রী খুলনার কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রকল্পগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মিজানুর রহমান মিজান এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে এমপি মিজান বলেন, প্রধানমন্ত্রীর এবারের জনসভা হবে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা। জনসভায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলাসহ আশপাশের জেলার নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। জনসভার জন্য নৌকার আদলে সুসজ্জিত মঞ্চ তৈরি করা হবে। নারীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করা হবে। সার্কিট হাউস মাঠে নারীদের ঢোকার জন্য ৪টি ও পুরুষদের ২টি গেট তৈরি করা হবে। গোটা জনসভাস্থল থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় এলে তার নিকট অবিলম্বে খুলনা অঞ্চলে গ্যাস সংযোগ, খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা ক্যাডেট কলেজ, মেরিন একাডেমি, পূর্ণাঙ্গ আইটি ভিলেজ, শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে রিসার্চ সেন্টার স্থাপন, খুলনা জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ, খুলনা প্রেসক্লাবে বঙ্গবন্ধু মিডিয়া হাউস নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরা হবে।
×