ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাণী ময়নামতি প্রাসাদ খননে মিলল মূল্যবান প্রত্নসম্পদ

প্রকাশিত: ০৬:৪৩, ২০ ফেব্রুয়ারি ২০১৮

রাণী ময়নামতি প্রাসাদ খননে মিলল মূল্যবান প্রত্নসম্পদ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৯ ফেব্রুয়ারি ॥ কুমিল্লার রাণী ময়নামতি প্রাসাদ খননে মিলেছে বিশেষ পথের সন্ধান। এ খননে আবিষ্কৃত হয়েছে প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার, জীবাশ্ম কাঠ, কালির দোয়াতসহ বিভিন্ন মূল্যবান প্রতœ সম্পদ। গত দুই মাস ব্যাপী এ খনন কাজ করা হয়। সোমবার জেলার বুড়িচং উপজেলার ময়নামতিতে রাণী ময়নামতি প্রাসাদ এলাকায় প্রতœতাত্ত্বিক খননে উন্মোচিত স্থাপনা ও আবিষ্কৃত প্রতœবস্তুর অনসাইট প্রদর্শনীর আয়োজন করে প্রতœতত্ত্ব অধিদপ্তর। এতে স্থানীয় এলাকার ৫টি স্কুল ও কলেজের দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। জানা গেছে, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় লালমাই ময়নামতি পাহাড় শ্রেণির সর্ব উত্তরের বিচ্ছিন্ন পাহাড়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে রাণী ময়নামতির প্রাসাদটি অবস্থিত। ১০ একর আয়তনের এ প্রতœস্থলটি লালমাই-ময়নামতি এলাকার অন্যান্য পুরাকীর্তির সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। বিভিন্ন সময়ে খননে এখানে ৫১০ ফুট দৈর্ঘ্য ও ৫শ ফুট আয়তনের বেষ্টনী প্রাচীর এবং বৌদ্ধ ধর্মীয় ক্রুশাকার মন্দিরসহ ৪টি নির্মাণ যুগের স্থাপত্য নিদর্শন উন্মোচিত হয়। এছাড়া ৪টি বসতি স্তরে পোড়ামাটির ফলক, মূল্যবান প্রত্নবস্তু ও মাটিরপাত্র ইত্যাদি আবিষ্কৃত হয়। প্রত্নস্থলের উত্তর-পশ্চিম অংশে সীমিত আকারে খনন করা হয়। চট্টগ্রামে ৩ কলোনির ২শ’ বসতঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় আগুনে পুড়েছে ৩টি কলোনির অন্তত ২শ কাঁচা ও আধাপাকা কক্ষ। সোমবার ভোর পৌনে ৫টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা যায়, বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে একটি ঘরে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। এতে করে মোহাম্মদের মালিকানার ৭৫টি কাঁচাঘর, জমির খানের ৬২টি আধাপাকা এবং হারুনের ৭০টি কক্ষ পুড়ে যায়।
×