ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

চেলসি-বার্সিলোনা মহারণ আজ

প্রকাশিত: ০৬:৩৫, ২০ ফেব্রুয়ারি ২০১৮

চেলসি-বার্সিলোনা মহারণ আজ

জিএম. মোস্তফা ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে চেলসি-বার্সিলোনা মাঠে নামছে আজ। লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ইউরোপ সেরার এই লড়াইয়ে দিনের অন্য ম্যাচে তুলনামূলক খর্ব শক্তির দল বেসিকটাসকে আতিথ্য দিবে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ। তবে বার্সিলোনা-চেলসির ম্যাচেই আলাদা করে দৃষ্টি থাকবে ফুটবলপ্রেমীদের। চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছে বার্সিলোনা। স্প্যানিশ লা লিগা কিংবা কোপা ডেল’রে সর্বত্রই উড়ছেন মেসি-ইনিয়েস্তারা। অন্যদিকে ফর্ম হারিয়ে স্বরূপে ফিরতে মরিয়া ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। স্ট্যামফোর্ড ব্রিজে আজ ভক্ত-অনুরাগীদের নজরে থাকবেন লিওনেল মেসিও। কেননা প্রতিপক্ষের বিপক্ষে গোল করাটা যার নিয়মিত স্বভাব কিন্তু চেলসির বিপক্ষে ম্যাচে গোলের দেখা পাননি এলএম টেন। এই ম্যাচের আগে চ্যাম্পিয়ন্স লীগের আসরে আটবার চেলসির মুখোমুখি হয়েছে বার্সিলোনা। কিন্তু তার একটি ম্যাচেও গোলের দেখা পাননি কাতালান ক্লাবটির এই প্রাণভোমরা। তবে দলটির বিপক্ষে তিনি যেমন সাবলীলভাবে খেলেছেন তেমনটি অন্য কারও ক্ষেত্রে দেখা যায়নি। ২০০৫-০৬ মৌসুমে এই শেষ ষোলোর লড়াইয়ে চেলসির মোকাবেলা করেছিল বার্সিলোনা। ওই আসরে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে চেলসিকে হারায় কাতালানরা। সেই ম্যাচে বার্সিলোনার প্রতিনিধিত্ব করেছিলেন ১৮ বছরের মেসি। স্টামফোর্ড ব্রিজের সেই ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল স্প্যানিশ জায়ান্টরা। সেই ম্যাচে মেসিকে বিপজ্জনকভাবে আঘাত করায় লাল কার্ড দেখতে হয় আসিয়ার দেল হোমোকে। তবে ইনজুরিতে পড়ে যান মেসি। যে কারণে ন্যুক্যাম্পে ফিরতি লেগের ম্যাচে অংশ নিতে পারেননি। সেই ম্যাচটি ড্র হয়। তবে সেবার ব্লুজদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় বার্সিলোনাই। ২০০৬-০৭ মৌসুমেও গ্রুপপর্বে চেলসির মুখোমুখি হয় বার্সা। প্রথম লেগে চেলসি ১-০ গোলে এগিয়ে যায়, দ্বিতীয় লেগ ড্র হলে বিদায় নিতে হয় কাতালানদের। ২০০৮-০৯ মৌসুমের সেমি-ফাইনালে এ্যাওয়ে গোলের সুবাদে ফাইনালের টিকেট পায় বার্সিলোনা। সর্বশেষ ২০১২ সালে একে অপরের মুখোমুখি হয় তারা। এবার চেলসির বিপক্ষে গোলখরা কাটানোর সুযোগ পান মেসি। কিন্তু দুর্ভাগ্য তার। সেবার পেনাল্টি মিস করে খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হন এলএম টেন। যে কারণেই আজকের ম্যাচে মেসির দিকেই চোখ থাকবে ফুটবলপ্রেমীদের। এবার কী পারবেন এলএম টেন? অপেক্ষা এখন সেটাই দেখার। তবে অতীতের মতো এই ম্যাচেও মেসিকে গোল করা থেকে বিরত রাখার হুমকি দিয়ে রেখেছেন চেলসির কোচ এ্যান্টনিও কন্টে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আশাকরি, আমরা এই ধারাবাহিকতা ধরে রাখব। তবে আমরা অসাধারণ একজন খেলোয়াড় সম্পর্কে কথা বলছি। তার প্রতি আমাদের অবশ্যই অনেক সম্মান থাকতে হবে। এই ধরনের ম্যাচ খেলতে এবং চ্যালেঞ্জ নিতে আমরা অবশ্যই রোমাঞ্চিত। যদিওবা ম্যাচটা সহজ হবে না। কারণ আমরা এই খেলোয়াড়কে ভাল করেই জানি। বিশ্বের অন্যতম সেরা একজন খেলোয়াড় সে। সে জন্য নিশ্চিতভাবেই আমরা একসঙ্গে কাজ করব, দলগতভাবে পরিশ্রম করব। তাকেই কেবল থামাতে চেষ্টা করব না; মেসিকে ম্যান-মার্কিং করলে তা খুবই বিপজ্জনক হতে পারে।’ এই ম্যাচের আগে দুই দলই অবশ্য তাদের নিজেদের ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে। শনিবার লা লিগায় এইবারকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগের প্রস্তুতি সারে কাতালান ক্লাবটি। বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে বলেন, ‘এইবারের বিপক্ষে ম্যাচে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে। এই অভিজ্ঞতা চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচেও আমাদের সাহায্য করবে। সেখানেও এই ম্যাচের মতো ঐক্যবদ্ধভাবে লড়তে হবে।’ তার একদিন আগে চেলসিও ৪-০ গোলে হারিয়েছে হালসিটিকে। সেই ম্যাচ শেষে চেলসির কোচ কন্টে বলেন, ‘বার্সিলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খুব চিন্তিত ছিলাম। তবে এই ম্যাচের মধ্য দিয়ে আমরা সঠিক দলটি পেয়ে গেছি। একাদশ গড়ার সময় অবশ্যই সেরা সিদ্ধান্ত নিতে পারব।’
×