ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গলাচিপায় স্বর্ণের দোকানে ডাকাতি, ৩ ডাকাত পাকড়াও

প্রকাশিত: ০৭:৪০, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

গলাচিপায় স্বর্ণের দোকানে ডাকাতি, ৩ ডাকাত পাকড়াও

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলা শহরের প্রাণকেন্দ্র স্বর্ণকার পট্টির স্বর্ণের দোকান মা স্বর্ণ শিল্পালয়ে শনিবার রাত সাড়ে আটটার দিকে ডাকাতি হয়েছে। ডাকাতরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। পরে রামদা দিয়ে কুপিয়ে দোকান মালিক নির্মল কর্মকারকে মারাত্মক জখম করে। ডাকাতরা ওই দোকান থেকে প্রচুর স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। মালিক নির্মল কর্মকারকে হাসপাতালে ভর্তি করায় লুট হওয়া স্বর্ণের পরিমাণ জানা যায়নি। বোমা বিস্ফোরিত হওয়ার সঙ্গে সঙ্গে স্বর্ণকারপট্টিসহ পুলিশ ও এলাকাবাসী এগিয়ে এসে ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করে। এলাকাবাসী তিন ডাকাতকে ধরে ফেলে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে ডাকাতদের নাম-ঠিকানা জানাতে পারেনি। জনতা ডাকাতদের কাছ থেকে একটি পিস্তলও উদ্ধার করেছে। পুলিশ অবিস্ফোরিত চারটি ককটেল উদ্ধার করেছে। ডাকাতদের ছোড়া বোমার স্পিøন্টারে পার্শ্ববর্তী অপর একটি স্বর্ণের দোকানের কর্মচারী শুভ দাস আহত হয়েছে। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক প্রত্যক্ষদর্শী জানায়, ডাকাতরা সংখ্যায় ১০-১২ জন ছিল। তারা মুখোশ পরা ছিল। তারা মোটরসাইকেল দূরে রেখে এ ঘটনা ঘটায়। দলের অবশিষ্ট ডাকাতরা যাতে এলাকা ছেড়ে পালাতে না পারে এজন্য গলাচিপা-দশমিনা-রাঙ্গাবালী-পটুয়াখালী ও কলাপাড়ার বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসায়। স্বর্ণের দোকান মালিক আহত নির্মল কর্মকার সাংবাদিকদের জানান, রাত সাড়ে আটটার দিকে ১০/১২ জনের একটি ডাকাতদল এসে হাতবোমা ফাটিয়ে দোকানে প্রবেশ করে। তিনি জানান, এতে বাধা দিলে আমাকে কুপিয়ে আহত করে স্বর্ণ নিয়ে যায়। তবে পরিমাণ এখনই জানাতে পারেননি তিনি। স্বর্ণের দোকানে ডাকাতিকালে ৩ ডাকাতকে পুলিশ আটকের সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান জানান, বাকি ডাকাতদের ধরতে গলাচিপা শহরে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে যাচ্ছেন দাবি করে বলেন তিনি আটকদের নাম জানাতে পারেননি।
×