ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

প্রকাশিত: ০৭:০৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সদস্য দীলিপ কুমার চাকমা ওরফে বিনয় চাকমা নিহত হয়েছে। শনিবার সকালে জেলা সদরের রাঙাপানি ছাড়া এলাকায় এ হত্যাকা- ঘটে। ইউপিডিএফ (প্রসীত) গ্রুপ এ হত্যাকা-ের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছে। ইউপিডিএফ’র (প্রসীত) গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ইউপিডিএফ গণতান্ত্রিকের (তপন-জলেয়া) সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে তাদের কর্মী দীলিপ কুমার চাকমা ওরফে বিনয় চাকমা নিহত হয়। নিহত বিনয় জেলার পানছড়ি উপজেলার মনিপুর গ্রামের সন্তোষ চাকমার ছেলে। অপরদিকে ইউপিডিএফ গণতান্তিকের সদস্য সচিব জলেয়া চাকমা তরু জানান, এখানে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ে একজন নিহত হয়েছে। যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে শিল্পী বেগম (২২) নামে এক গৃহবধূকে শারীরিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলা আড়িয়াব এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ শিল্পী বেগম উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকার হোসেনের বাড়ির ভাড়াটিয়া। তিনি টাঙ্গাইল জেলার কালিহাতি থানার কস্তিরপাড় এলাকার আলী হোসেনের মেয়ে। গৃহবধূর শিল্পী বেগম জানান, গত ৪ বছর পূর্বে কিশোরগঞ্জ সদর থানার ঝাউতলা এলাকার আব্দুর রহিমের ছেলে রুহুল আমিনের সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে তাওহীদ নামে এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
×