ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

এই কোহলি সত্যি অবিশ্বাস্য

প্রকাশিত: ০৬:৫৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

এই কোহলি সত্যি অবিশ্বাস্য

স্পোর্টস রিপোর্টার ॥ বিরাট কোহলির নামের পাশে ‘অবিশ্বাস্য’ শব্দটাও এখন বেমানান! ব্যাটসম্যানরা মাঠে নামেন রানের জন্য, কোহলি সেঞ্চুরির জন্য। দক্ষিণ আফ্রিকার মাটিতে দীর্ঘ ২৫ বছরে সিরিজ জয়ের ইতিহাস গড়েছিলেন এক ম্যাচ আগেই। তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে সেঞ্চুরিয়নের শেষ ওয়ানডেটাও রাঙিয়ে দিলেন ভারত অধিনায়ক। মাত্র ২০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কোহলি অপরাজিত ১২৯! ২০৮তম পঞ্চাশ ওভারের ম্যাচে এটি তার ৩৫ নম্বর সেঞ্চুরি, সিরিজে তৃতীয়। স্রেফ অবিশ্বাস্য। গড়েছেন দ্বিপক্ষীয় কোন সিরিজে সর্বাধিক ৩ সেঞ্চুরি ও সর্বোচ্চ ৫৫৮ রানের নতুন রেকর্ড। স্যার ভিভ রিচার্ডস না ভারতীয়দের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকর, কে ওয়ানডে ইতিহাসের সেরা ব্যাটসম্যান? বিতর্কটা পুরনো। কোহলি-কীর্তি দেখার পর স্বয়ং ভিভ যখন বলছেন, ‘আমি নিজেও ওর মতো এত ভাল ছিলাম না।’ আর সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের টুইট, ‘৩৫তম...! ওয়ানডেতে কোহলিই সর্বকালের সেরা।’ টুইটে সাবেক ভারতীয় মোহাম্মদ কাইফের প্রতিক্রিয়া, ‘এই সিরিজের আগে ২০২ ওয়ানডেতে ৩২ সেঞ্চুরি ছিল ‘কিং কোহলির’। অর্থাৎ প্রতি ৬.৫ ইনিংসে একটি করে সেঞ্চুরি যা সত্যিই বিস্ময়কর। কিন্তু এরপর সে পরের ৬ ওয়ানডেতে আরও ৩টি সেঞ্চুরি করল। আমরা আশীর্বাদপুষ্ট জাতি, কোহলির মতো আর কেউ নেই।’ ছয় ওয়ানডের এই সিরিজে কোহলির স্কোর : ১১২, ৪৬*, ১৬০*, ৭৫, ৩৬ ও ১২৯*। বুঝিয়ে দিয়েছেন, সত্যিই তার মতো আর কেউ নেই। প্রথম ক্রিকেটার হিসেবে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে করছেন পাঁচ শ’র (৫৫৮) ওপরে রান। ভারতীয় অধিনায়ক এ পথে ভেঙ্গেছেন তার সতীর্থ রোহিত শর্মার ৪৯১ রানের রেকর্ড। ওয়ানডেতে দ্বিপক্ষীয় সিরিজে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ডও এখন কোহলির। এ পথে তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার জর্জ বেইলিকে। ভারতের বিপক্ষে ২০১৩-১৪ মৌসুমে সিরিজে ৪৭৮ রান করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে দেশটির বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড এখন ‘কিং কোহলি’র। দ্বিপক্ষীয় সিরিজে প্রথম ভারতীয় হিসেবে তুলে নিয়েছেন তিন-তিনটি সেঞ্চুরি। প্রোটিয়াদের সাদামাটা সংগ্রহ তাড়া করতে নেমে কোহলি ফিফটি পূর্ণ করেন ৩৬ বলে। ৩৫তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন ৮২ বলে। ম্যাচে বিরতি চলাকালে ধারাভাষ্যকক্ষে ক্যারিবীয় কিংবদন্তি মাইকেল হোল্ডিংকে ফোন করে স্বয়ং ভিভ রিচার্ডস বলেছেন, ‘আমি কখনই কোহলির মতো এত ভাল ছিলাম না।’ কোহলির এই ৩৫ সেঞ্চুরিকে ব্যাখ্যা করা যায় এভাবেÑ প্রথম ৭০ ওয়ানডেতে ছিল ৭ সেঞ্চুরি। কিন্তু পরবর্তী ১৩৮ ওয়ানডেতে ২৮ সেঞ্চুরি! ২০১১ সাল থেকে কোহলি প্রতি ৪.৯ ম্যাচে তুলে নিয়েছেন একটি করে সেঞ্চুরি। ভাবা যায়! ২০৮ ওয়ানডেতে ৫৮.১০ গড়ে তার মোট রান এখন ৯,৫৮৮। সাড়ে নয় হাজার রানে পৌঁছাতে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে গেছেন কোহলি। ওই রান করতে এবি’র লেগেছিল ২১৫ ইনিংস, কোহলির ২০০। এদিন অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে যখন মাঠ ছাড়ছিলেন তখন প্রতিপক্ষ খেলোয়াড় হিসেবে ডি ভিলিয়ার্সই প্রথম ভারত অধিনায়ককে অভিনন্দন জানান। এছাড়া টেস্ট, ওয়ানডে ও টি২০, আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরমেট মিলিয়ে সবচেয়ে দ্রুত ১৭ হাজার রানের রেকর্ডও গড়েছেন কোহলি। ‘আমার এই সাফল্যের নেপথ্যে কিছু কাছের মানুষ রয়েছেন। বিশেষ করে আমার স্ত্রী আনুশকা। গোটা সিরিজে ও আমাকে প্রেরণা দিয়ে এগিয়ে নিয়ে গেছে। তারজন্য কৃতজ্ঞ। অথচ অতীতে ওকে অনেক কথা শুনতে হয়েছে। সামনে থেকে নেতৃত্ব দেয়ার সময় এই প্রেরণার অনুভূতি দুর্দান্ত’ বলেন কোহলি। টি২০তেও সাফল্যের ধারা অব্যাহত রাখতে চান ভারত অধিনায়ক। জোহানেসবার্গে তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০ আজই।
×