ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৬ মাসের মধ্যে ডাটাবেজ

কর ফাঁকিবাজ বিদেশী কর্মীরা এনবিআরের নজরদারিতে

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

কর ফাঁকিবাজ বিদেশী কর্মীরা এনবিআরের নজরদারিতে

বাংলাদেশে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন অথচ আয়কর দেন না-এমন বিদেশী কর্মীদের কাছ থেকে কর আদায়ে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে এনবিআরের টাস্কফোর্স সরেজমিনে প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে কর ফাঁকিবাজ বিদেশীদের চিহ্নিত করে করের আওতায় আনছেন। এতে সাফল্যও পাওয়া গেছে। তাই এনবিআর সব কর অঞ্চলগুলোকে চিঠি দিয়ে বিদেশী কর্মী কর্মরত আছে, এমন প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে। শীঘ্রই এসব প্রতিষ্ঠানে জটিকা অভিযান চালানো হবে। এ বিষয়ে এনবিআরের প্রথম সচিব (ট্যাক্স লিগ্যাল এ্যান্ড এনফোর্সমেন্ট) আবুল কালাম আজাদ বাসস’কে বলেন, বাংলাদেশী নাগরিকরা বিদেশে কাজ করতে গেলে আগে কর পরিশোধ করে কাজ করতে হয়। অথচ বাংলাদেশে উল্টো। বিদেশীরা কাজ করলেও অনেকে সঠিকভাবে কর দিচ্ছে না। তাই বিদেশীদের কর জালের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে ৫টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনিবন্ধিত ১৫ বিদেশীকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া কর অঞ্চলগুলোকে বিদেশী কর্মী আছেÑ এমন প্রতিষ্ঠানের তালিকা পাঠাতে বলা হয়েছে। তিনি বলেন, বিদেশী কর্মীদের ডাটাবেজ তৈরিতে নতুন উদ্যোগ নেয়া হয়েছে। একজন কমিশনারকে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। এ কমিটি নতুন উদ্যোমে কাজও শুরু করেছে। নিখুঁতভাবে ডাটাবেজের তৈরির জন্য পুলিশের বিশেষ শাখার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে। যাতে তাদের তথ্য পাওয়া যায়। তিনি জানান, আগামী ৬ মাসের মধ্যে ডাটাবেজ তৈরির কাজ শেষ হবে। এনবিআর সূত্র জানায়, বাংলাদেশে কর্মরত বিদেশীদের কাছ থেকে সঠিকভাবে আয়কর আদায় করতে ২০১৬ সালে টাস্কফোর্স গঠন করে এনবিআর। এই টাস্কফোর্সের সদস্য হিসেবে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), এসবি, ডিজিএফআই, এনএসআই, বাংলাদেশ ব্যাংক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বেপজা, পাসপোর্ট অধিদফতর, এনজিও ব্যুরো ও এফবিসিসিআইয়ের প্রতিনিধিদের রাখা হয়। পরবর্তীতে কাজের সুবিধার্থে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলভিত্তিক টাস্কফোর্সকে ভাগ করা হয়।
×