ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিল্পী কান্তার ‘বন্ধু পথ চেয়ে চেয়ে’ এ্যালবামের প্রকাশনা

প্রকাশিত: ০৩:৩৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

শিল্পী কান্তার ‘বন্ধু পথ চেয়ে চেয়ে’ এ্যালবামের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ বাংলামটর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সম্প্রতি প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শারাবান তহুরা কান্তার ‘বন্ধু পথ চেয়ে চেয়ে’ শিরোনামে নজরুল সঙ্গীতের এ্যালবামের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। লেজার ভিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিল্পীকে শুভাশিষ জানিয়ে এ্যালবামের মোড়ক উন্মোচন করেন নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান, নজরুল সঙ্গীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক, শহীদ কবির পলাশ, সঙ্গীতজ্ঞ লোকমান হাকিমসহ আরও অনেকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, কণ্ঠশিল্পী সোহেল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। উপস্থাপনা করেন শামীম আহমেদ। অনুষ্ঠানের শুরুতে শিল্পীর তিনটি গানের মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী কান্তা স্বকণ্ঠে নজরুল সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। ‘বন্ধু পথ চেয়ে চেয়ে’ এ্যালবামটি কণ্ঠশিল্পী কান্তার নজরুল সঙ্গীতের প্রথম একক এ্যালবাম। এ্যালবামের সঙ্গীতায়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। এ্যালবামে নজরুলের মোট ১০টি জনপ্রিয় গান রয়েছে। উল্লেখযোগ্য গানগুলো হলো- ‘নদীর নাম সই অঞ্জনা’, ‘নহে নহে প্রিয়’, ‘তুমি যদি রাধা হতে’, ‘বন্ধু পথ চেয়ে চেয়ে’ ও ‘তৌহিদেরই মুর্শিদ আমার’ ইত্যাদি। এ্যালবামটি প্রসঙ্গে শিল্পী কান্তা বলেন- আমি চেষ্টা করেছি নজরুল ভক্ত-শ্রোতাদের জন্য ভাল কিছু গান করতে, আশা করি সব ধরনের শ্রোতাদের কাছে গানগুলো ভাল লাগবে। ইতোমধ্যেই আমি এ্যালবামটির ৩টি গানের মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন করেছি। গানগুলোও দর্শকরা লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। আশা করি আমার অন্য গানগুলোও দর্শক শ্রোতারা পছন্দ করবেন।
×