ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোয়ার্টারে ওজনিয়াকি-কারবার

প্রকাশিত: ০৬:২৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

কোয়ার্টারে ওজনিয়াকি-কারবার

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন সব ফেবারিট তারকারাই। দুর্দান্ত খেলেই কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেছেন তারা। শুরু থেকে অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়েই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি, জার্মানির এ্যাঞ্জেলিক কারবার, চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা, স্পেনের গারবিন মুগুরুজা এবং রোমানিয়ার সিমোনা হ্যালেপের মতো তারকারা। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা ক্যারোলিন ওজনিয়াকি। দীর্ঘ অপেক্ষার পর চলতি মৌসুমেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পান তিনি। গত মাসে সিমোনা হ্যালেপকে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতেন তিনি। মেলবোর্নের শিরোপা সঙ্গে নিয়েই রাশিয়ার সেন্ট পিটাসবার্গ টুর্নামেন্টে খেলতে যান তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। সেখানে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ড্যানিশ টেনিস তারকা। তবে কাতার ওপেনে দারুণভাবেই শুরু করেছেন তিনি। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ জিতে শেষ আটে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন। বৃহস্পতিবার তৃতীয়পর্বের ম্যাচে টুর্নামেন্টের শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি ৭-৫ এবং ৬-১ গেমে পরাজিত করেন রোমানিয়ার মনিকা নিকুলেস্কুকে। কাতার ওপেনের শুরুটা দুর্দান্তভাবে করেছিলেন নিকুলেস্কুও। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ তারকা মারিয়া শারাপোভাকে হারিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু তৃতীয় রাউন্ডেই তাকে থামিয়ে দিলেন ড্যানিশ টেনিস তারকা। তবে কোয়ার্টার ফাইনালেই অগ্নিপরীক্ষা ওজনিয়াকির। কেননা সেই লড়াইয়ে যে তার প্রতিপক্ষ এ্যাঞ্জেলিক কারবার। জার্মান তারকা তৃতীয় রাউন্ডের ম্যাচে জোহানা কন্টাকে পরাজিত করে শেষ আটে জায়গা করে নেন। কঠিন লড়াইয়ের পর কারবার ১-৬, ৬-১ এবং ৬-৩ গেমে পরাজিত করেন গ্রেট ব্রিটেনের ১০ম বাছাই জোহানা কন্টাকে। জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালিস্ট সিমোনা হ্যালেপও। তৃতীয়পর্বের ম্যাচে দ্বিতীয় বাছাই এদিন ৬-৪ এবং ৬-৩ গেমে খুব সহজেই পরাজিত করেন লাটভিয়ার এ্যানাস্তাসিজা সেভাস্তোভাকে। টানা দুই জয়ে কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালের টিকেট কেটে রোমাঞ্চিত হ্যালেপ। কেননা, অস্ট্রেলিয়ান ওপেনে গোড়ালিতে চোট পাওয়া সাবেক নাম্বার ওয়ান এই তারকা এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি। তারপরও কোর্টে দুর্দান্ত খেলেই জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। জয়ের স্বাদ পেয়েছেন পেত্রা কেভিতোভাও। চেক প্রজাতন্ত্রের ১৬তম বাছাই কেভিতোভা বৃহস্পতিবার ৬-৪ এবং ৭-৫ গেমে হারান ইউক্রেনের তৃতীয় বাছাই এলিনা সিতলিনাকে। কাতার ওপেনে দুর্দান্ত খেলছেন গারবিন মুগুরুজাও। দুইবারের গ্র্যান্ডস্লাম জয়ী স্পেনের এই টেনিস তারকা তৃতীয়পর্বে ৬-০ এবং ৬-৪ গেমে হারান রোমানিয়ার সোরানা চিরস্টিয়াকে। এছাড়া দিনের অন্য ম্যাচগুলোতে জার্মানির নবম বাছাই জুলিয়া জর্জেস ৬-২ এবং ৬-২ গেমে হারান মিহায়েলা বুজার্নেস্কুকে, ফ্রান্সের সপ্তম বাছাই ক্যারোলিন গার্সিয়া ৭-৬ এবং ৭-৫ গেমে হারান রাশিয়ার আনা ব্লিঙ্কোভাকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন বেলিস ৭-৬ ও ৬-৩ গেমে পরাজিত করেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভাকে। এদিকে, রটারডাম ওয়ার্ল্ড টেনিস টুর্নামেন্টে সহজ জয় পেয়েছেন রজার ফেদেরার। বুধবার প্রথম রাউন্ডের ম্যাচে তিনি ৪৭ মিনিটে ৬-১ এবং ৬-১ গেমে পরাজিত করেন রুবেন বেমেলমানসকে। এর ফলে আর মাত্র দুটি ম্যাচ জিতলেই সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল করবেন সুইস টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। ডাচ ইনডোর ওপেনে এর আগে দুইবার চ্যাম্পিয়ন হয়েছেন ৩৬ বছর বয়সী ফেদেরার। রাফায়েল নাদালকে হটিয়ে শীর্ষস্থানে ফিরতে হলে অন্তত সেমিফাইনাল খেলতে হবে ফেদেরারকে। তবে নিজের প্রথম ম্যাচেই জিতে দারুণ তৃপ্ত ফেড এক্সপ্রেস। এ সম্পর্কে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘যেভাবে সহজেই ম্যাচ শেষ হয়েছে তা খুবই বিস্ময়কর। একটি টুর্নামেন্টে ভালভাবে শুরু করাটাই গুরুত্বপূর্ণ। আমিও প্রথম থেকে বেমেলমানসকে চাপে রাখতে চেয়েছি। আমি তাকে চিন্তা করতে বাধ্য করেছি আমাকে পরাজিত করতে হলে বিশেষ কিছু করে দেখাতে হবে। আমি এখানে সফল। প্রথম রাউন্ডটা ভাল হওয়ায় আমি এখন আত্মবিশ্বাসী।’ পরের রাউন্ডে ফেদেরারের প্রতিপক্ষ জার্মানির ফিলিপ কোশ্রেইবার। বুধবার অপর ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তৃতীয় বাছাই আলেক্সান্দার জেভরেভ। দ্বিতীয় রাউন্ডে ইতালিয়ান আন্দ্রেস সেপ্পির কাছে ৬-৪, ৬-৩ গেমে সরাসরি সেটে হেরে বিদায় নেন তিনি। গত বছর এটিপি ট্যুর ফাইনালের প্রতিপক্ষ গ্রিগর দিমিত্রোভ ও ডেভিড গোফিন উভয়ই সরাসরি সেটে জয়ী হয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছিলেন। নবেম্বরে লন্ডনের ফাইনালে বেলজিয়ান চতুর্থ বাছাই গোফিনকে হারানো দ্বিতীয় বাছাই দিমিত্রোভ প্রথম রাউন্ডে জাপানের ইউচি সুগিতাকে ৬-৪, ৭-৬ (৭/৫) গেমে ও গোফিন দ্বিতীয় রাউন্ডে অভিজ্ঞ স্প্যানিশ খেলোয়াড় ফেলিসিয়ানো লোপেজকে ৬-১, ৬-৩ গেমে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন।
×