ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রেকর্ড আয় জার্মান লীগের

প্রকাশিত: ০৬:২১, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

রেকর্ড আয় জার্মান লীগের

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মানির শীর্ষ দুই ফুটবল লীগ (বুন্দেসলিগা ও বুন্দেসলিগা-২) থেকে রেকর্ড পরিমাণ অর্থ আয় হয়েছে। ১৩তম মৌসুমে তারা অর্থ আয়ের দিক থেকে ভেঙ্গে দিয়েছে অতীতের সব রেকর্ড। এ তথ্য জানিয়েছে জার্মানির ফুটবল লীগ কর্তৃপক্ষ (ডিএফএল)। ডিএফএলের বার্ষিক রিপোর্টে দেখা গেছে ২০১৬ ও ১৭ মৌসুমে বুন্দেসলিগা ও বুন্দেসলিগা-২’র ৩৬টি ক্লাবের পক্ষে আয় হয়েছে ৪.১ বিলিয়ন ইউরো। যেটি আগের তুলনায় ৪.২ শতাংশ বেশি। এর মধ্যে সিনিয়র ডিভিশনের ক্লাবগুলো আয় করেছে ৩.৩৭ বিলিয়ন ইউরো। ওই অর্থের মধ্যে আবার বেয়ার্ন মিউনিখের আয় এক-পঞ্চমাংশ। যার পরিমাণ ৬৪০.৫ মিলিয়ন ইউরো। লীগের বাকি ১৪টি ক্লাবের প্রতিটির আয় ১০০ মিলিয়ন ইউরোর বেশি। কর প্রদানের পর তারা এই মুনাফা অর্জন করেছে।
×