ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রায়ের কপি দিতে বিলম্ব করা হচ্ছে ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

রায়ের কপি দিতে বিলম্ব করা হচ্ছে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়ার মামলার রায়ের কপি দিতে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে যা আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, বৈঠকে খালেদা জিয়ার মামলা ও তাকে কারাগারে পাঠানো এবং এখনও মামলার রায়ের সার্টিফাইড কপি না দেয়াসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আইনজীবীদের সঙ্গে আলাপ হয়েছে। এখন থেকে আইনজীবীরাও খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে অংশ নেবেন। ফখরুল বলেন, খালেদা জিয়ার রায়ের অনুলিপি দিতে দেরি করা পরিকল্পিত। বৈঠকে আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি। আইনে রয়েছে পাঁচ দিনের মধ্যে সত্যায়িত অনুলিপি দেয়ার কথা। কিন্তু আট দিন হলেও সেটা এখনও দেয়া হয়নি। সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আইনকে হাতে নিয়ে বেআইনী কাজ করছে। এর মাধ্যমে খালেদা জিয়ার মুক্তিকে বিলম্বিত করার চেষ্টা হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে সরিয়ে দেয়াই সরকারের লক্ষ্য। কিন্তু জনগণ তাদের আন্দোলনের মধ্যে দিয়ে এর জবাব দেবে। এক প্রশ্নের জবাবে বলেন, রায়ের অনুলিপি দিতে দেরি করার এখনও কোন যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমাদের দেয়া হয়নি। রায়ের দিনই আমরা সত্যায়িত অনুলিপি চেয়েছিলাম। কিন্তু দেয়নি। হাইকোর্টের বিধান আছে, একটি সত্যায়িত কপি দ্বারা আপীল ফাইল করা যায়। কিন্তু আজ পর্যন্ত সত্যায়িত কপিটিও তারা দেয়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ। এ ছাড়া আইনজীবীদের মধ্যে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। এদিকে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে বার বার রিমান্ডে নিয়ে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে অভিযোগ করে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, শিমুল বিশ্বাসের বিরুদ্ধে দায়েরকৃত মামলা বানোয়াট ও ভিত্তিহীন। তাই এ মামলা প্রত্যাহার ও তার মুক্তি দাবি করছি।
×